গায়কের নাম - চমোক হাসান, ইক্ষিতা মুখার্জি, হেমলতা চক্রবর্তী এবং বর্নোমালা
সুরকার - চমোক হাসান এবং ফিরোজা বনহি
গানের ভাষা - বাংলা
মুক্তির তারিখ - ২২ ডিসেম্বর, ২০২১
"এই মায়াবী চাঁদের রাতে" গানটির গেয়েছেন চমোক হাসান এবং ফিরোজা বনহি। "বাবা বেবি ও" বাংলা সিনেমাতে "এই মায়াবী চাঁদের রাতে" গানটির কথা ব্যবহার করা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সোলাঙ্কি রায় প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন অরিত্র মুখার্জি। সিনেমাটি উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে প্রকাশিত হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। "এই মায়াবী চাঁদের রাতে" গানটি ইউটিউবে প্রকাশের পর ভালোই সাড়া পেয়েছে।
"এই মায়াবী চাঁদের রাতে" গানটির সম্পূর্ণ লিরিক্স
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।
শুনতে চাই,
কিন্তু তার পরে আর
গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর
গানের কথা মনে নাই। (ll)
কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান। (ll)
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন, (ll)
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।
বলো! শুনতে চাই!
কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই।
এই যে এই গানটা তার যে শেষ প্যারাটা,
এই যে এই গানটা তার শেষ অন্তরাটা,
কত-রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা।
ছিলো? কোথায় গেল?
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
বা, বা ,
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
তারপর?
সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।
বলো শুনতে চাই...
কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের কথা,
দরকার নাই।
আশা করি, আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেস্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। আপনাদের মূলবান মন্তব্য বা পরামর্শ অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। আমাদের ওযেবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
إرسال تعليق