গজলের নাম - ক্লান্ত হৃদয়
কন্ঠশিল্পী - প্রয়াত কলরব শিল্পী মাহফুজুল আলম
সুরকার - সাঈদ আহমদ
গীতিকার - জাফর আহমদ রবি
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "ক্লান্ত হৃদয়" ইসলামিক গজলটি খুবই মনোমুগ্ধকর যা আপনার মনকে প্রশান্তি দিবে। এই গজলটি গেয়েছেন কলরবের প্রয়াত শিল্পী মাহফুজুল আলম। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাঈদ আহমদ। গজলটি কলরব ইউটিউব হলি টিয়ুন চ্যানেলে প্রকাশিত হয়।
"ক্লান্ত হৃদয়" গজলটির সম্পূর্ণ লিরিক্স
যদি আধারের ঘনঘটা, বেড়েই চলে ঘোর
যদি কামনার নদীটাতে, দিয়ে ফেলি ডুব
যদি পথ ভুলে, অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর।
ক্লান্ত হৃদয়ে, ডেলে দিও তবো নূর
ও প্রভু ক্লান্ত হৃদয়ে, ডেলে দিও তবো নূর।
যদি জীবনের ভাঁজে ভাঁজে লালসার কীট করে ভিড়,
যদি অশুভের বাহুবলে, ভয় করি নতো শির।(ll)
যা কিছু কল্যাণ, দাও প্রভু মোরে তাই
যাতে পরিতা, তার পানাহ চাই
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু।
ক্লান্ত হৃদয়ে, ডেলে দিও তবো নূর
ডেলে দিও তবো নূর।
হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে,
সত্যের দেখা নাহি পাই
জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি,
ঈমানের বল মনে নাই।(ll)
আশ্রয় চায় প্রভু থেকে আযাজিল,
প্রশান্তি দাও মনে, সুখ অনাবিল।
হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু
ক্লান্ত হৃদয়ে
ডেলে দিও তবো নূর, ডেলে দিও তবো নূর।
আশা করি, আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেস্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। আপনাদের মূলবান মন্তব্য বা পরামর্শ অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। আমাদের ওযেবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
إرسال تعليق