কন্ঠশিল্পী - তানভীর ইভান
সুরকার - তানভীর ইভান
গীতিকার - পিরান খান
"ও মন রে" গানটি একটি রোমান্টিক গান। গানটির লিরিক্স খুবই অসাধারণ। গানটিতে কন্ঠ দিয়েছেন তানভীর ইভান। গানটিতে সুর করেছেন তানভীর ইভান। গানটি SVF ইউটিউব চ্যানেলে ১৫ আগস্ট ২০২১ এ প্রকাশিত হয়।
"ও মন রে" গানটির সম্পূর্ণ লিরিক্স
অবুঝ এ মন বোঝে না বারণ
করে উচাতোন সারাক্ষন,
বিনিময়ে তোকে চাওয়া
ফিরে পাওয়ার আবেদন।
মন বোঝেরনা মন শোনে না
কারে বলি এ মনের কথা,
মন বোঝে না মন সহে না
কারে বলি এ ব্যাকুলতা।
ও মন রে ..... মন রে
ও মন রে ..... মন রে
কথা দেওয়া ছিলো তোমাকে দেখাবো
নতুন এক পৃথিবী
কি করে তা ভুলি তুই তো জানিস
তুই আমারই সবই
জেনে রাখিস মরণে ও
আমার হয়ে তুই থাকবি অন্তরে,
হয়ে থাকিস তুই শুধু আমার
দেহ জুড়ে ও মন রে হে
মন বোঝেনা মন সহেনা
কারে বলি এ ব্যাকুলতা।
ও মন রে ..... মন রে
ও মন রে ..... মন রে।
বিনিময়ে তোকে চাওয়া
ফিরে পাওয়ার আবেদন।
إرسال تعليق