খুব অল্প সময়ে দারুণ সাড়া ফেলেছে বসুন্ধরা গ্রুপের সেক্টর এ কর্তৃক পরিচালিত ভিন্নধর্মী বিনোদনমূলক ইউটিউব চ্যানেল "বসুন্ধরা ডিজিটাল"। গত ঈদুল ফিতরের চাঁদ রাতে উপমহাদেশের জনপ্রিয় রকস্টার জেমসের নতুন মৌলিক গান "আই লাভ ইউ" প্রকাশ করেন "বসুন্ধরা ডিজিটাল", যেটি তুমুল জনপ্রিয়তা পায় এবং সেটির ৩ দশমিক ২ মিলিয়নেরও বেশি ভিউ হয়।
প্রায় ৯৫ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল "বসুন্ধরা ডিজিটাল" বিভিন্ন মৌলিক গান ছাড়াও দর্শকদের বিনোদনের জন্য নিয়মিত নিয়ে এসেছে আরো বেশকিছু ভিন্নধর্মী নাটক। যেগুলো সাড়া ফেলেছে তরুণ প্রজন্মসহ ইউটিউবের নানা বয়সী দর্শকদের
মধ্যে।
২৬ মে (বৃহস্পতিবার) নতুন নাটক "মিডল ক্লাস লাভ স্টোরি" বসুন্ধরা ডিজিটালে প্রকাশ পাবে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা এবং জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।
পরিচালক নাজমুল হাসানের পরিচালনায় নাটকটির গল্প তৈরি হয়েছে সমাজের মধ্যবিত্ত পরিবারের বাস্তবতা এবং ভালোবাসার গল্প নিয়ে।
إرسال تعليق