Ads:

বাংলাদেশের বহুল আলোচিত এবং সমালোচিত মডেল ও বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুব। তিনি বিভিন্ন কারণে কিছুদিন পরপর আলোচনায় আসেন। তাকে ঘিরে নতুন নতুন আলোচনা ও সমালোচনা জন্ম হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোলামেলা বিচরণ রয়েছে। গানের মডেল এবং চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। যদিও তার চলচ্চিত্রটি এখনো আলোর মুখ দেখেনি।

তবে সানাই মাহবুব গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকেই তাকে নিয়ে আর আলোচনায় নেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো তাকে খোলামেলাভাবে আর দেখা যায় না।

এইদিকে অভিনয়ের কোনো খবর না থাকলেও হঠাৎ সানাই মাহবুব চমকে দিলেন নতুন খবরে। ২৭ মে (শুক্রবার) সানাই মাহবুব বিয়ে করলেন। তার পাত্রের নাম আবু সালেহ মুসা। তিনি পেশায় একজন বেসরকারি ব্যাংকে কর্মকর্তা। তার পিতার নাম আনছার আলি। বর্তমানে তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।

Post a Comment

أحدث أقدم