গজলের নাম - আল্লাহু আকবার
কন্ঠশিল্পী - আবু রায়হান ও হোসেন আদনান
সুরকার - আবু রায়হান
গীতিকার - আতিকুল ইসলাম
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আল্লাহু আকবার" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "আল্লাহু আকবার" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান ও হোসেন আদনান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আবু রায়হান। গজলটি ইউটিউব চ্যানেল Tarana -এ 9 February 2022 -তে প্রকাশিত হয়।
"আল্লাহু আকবার" গজলটির সম্পূর্ণ লিরিক্স
যে স্লোগান ধ্বনিত হয় আরশে আজীম
যে স্লোগান মুমিন প্রাণে সাহসো অসীম
যে স্লোগান ধ্বনিত হয় আরশে আজীম
যে স্লোগান মুমিন প্রাণে সাহসো অসীম।
সেই স্লোগান রুখে দেবে সাধ্য আছে কার
শত বাঁধা সম্মুখে বলবো বারে বার
আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবর
নারায়ে তকবির আল্লাহু আকবার
লিল্লাহি তাকবির আল্লাহু আকবর
নারায়ে তকবির আল্লাহু আকবার
লিল্লাহি তাকবির আল্লাহু আকবর।
মুসলিম আমরা এক আল্লাহর করি ইবাদাত
মানিনা মানবো না কোনো জাহিলি মতবাদ
মুসলিম আমরা এক আল্লাহর করি ইবাদাত
মানিনা মানবো না কোনো জাহিলি মতবাদ।
দুনিয়ার কাছে মাথা নত করিনা
জালিমের খর্গতাপে আমরা ডরি না
দুনিয়ার কাছে মাথা নত করিনা
জালিমের খর্গতাপে আমরা ডরি না।
বীরের মত লড়ে যাবো উচু করে শীর
নারায়ে তকবির আল্লাহু আকবার
লিল্লাহি তাকবির আল্লাহু আকবর
নারায়ে তকবির আল্লাহু আকবার
লিল্লাহি তাকবির আল্লাহু আকবর।
পৃথিবীর সব শুভ ফুল আমরা ফুটিয়েছি
সাম্যের সেই মহান বাণী আমরা শুনিয়েছি
পৃথিবীর সব শুভ ফুল আমরা ফুটিয়েছি
সাম্যের সেই মহান বাণী আমরা শুনিয়েছি।
অস্থির বিশ্বে সস্তি ফেরাতে
আয় তোরা ফিরে আয় কোরআনের ছায়াতে
অস্থির বিশ্বে সস্তি ফেরাতে
আয় তোরা ফিরে আয় কোরআনের ছায়াতে।
তবে পাবে মুক্তি আসবে সোনালী ভোর
নারায়ে তকবির আল্লাহু আকবার
লিল্লাহি তাকবির আল্লাহু আকবর
নারায়ে তকবির আল্লাহু আকবার
লিল্লাহি তাকবির আল্লাহু আকবর।
إرسال تعليق