Ads:

Anta Rabbi (আনতা রব্বি) by Abu Rayhan & Shafin Ahmad Full Song's Lyrics

গজলের নাম - আনতা রব্বি
কন্ঠশিল্পী - আবু রায়হান ও শাফিন আহমেদ
সুরকার - আবু রায়হান
গীতিকার - হোসেন নূর

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আনতা রব্বি" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "আনতা রব্বি" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান ও শাফিন আহমেদ। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আবু রায়হান। গজলটি ইউটিউব চ্যানেল Tarana -এ 17 July 2021 -তে প্রকাশিত হয়।


"আনতা রব্বি" গজলটির সম্পূর্ণ লিরিক্স

আনতা রব্বি আন্তা হাসবি
আনতা রব্বি আন্তা হাসবি
আনতা রব্বি আন্তা হাসবি।

ভালোবাসি রব কুরআনের সব
রাসূলের দেখানো পথ
ভালোবেসে ফুল মনটা ব্যাকুল
মালিকের করি ইবাদত।

চাই রহমত পাই রহমত
চাই রহমত আমি পাই রহমত
দিবানিশি তাই করি ইবাদত।

আনতা রব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল
আনতা রব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।

আল্লা’র পানে প্রশংসা গানে
চেয়েছি যখনি সুখ
অশান্ত মনে সিজদাহ লগনে
সেরে গিয়েছে অসুখ।

আকাশের নীল মনের এই ঝিল
আকাশের নীল মনের এই ঝিল
মগ্ন প্রভুর প্রেমে ধরা নিখিল।

চাই রহমত পাই রহমত
চাই রহমত আমি পাই রহমত
দিবানিশি তার করি ইবাদত।

আনতা রব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল
আনতা রব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।

পথহারা হলে কভু অতলে
তবুও ফিরে আসি হায়
আমিতো জানি এই জীবনখানি
ঠিক বাঁচে রবের দয়ায়।

এই বুকের মাঝ দু'চোখের ভাঁজ
এই বুকের মাঝ দু'চোখের ভাঁজ
ভয়ে কেঁপে ওঠে পাপিষ্ঠ দিল।

চাই রহমত পাই রহমত
চাই রহমত আমি পাই রহমত
দিবানিশি তার করি ইবাদত।

আনতা রব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল
আনতা রব্বি আন্তা হাসবি
আনতা লী নিঈমাল ওয়াকিল।

Post a Comment

أحدث أقدم