Bhalobashar Morshum (ভালোবাসার মরশুম) Lyrics by Arijit Singh & Shreya Ghoshal || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Bhalobashar Morshum
Song's Vocalist - Arijit Singh & Shreya Ghoshal
Song's Composer - SAnai
Song's Lyricist - Barish
Song's Release Date - 08 April 2022
Song's Published on Shri Venkatesh Films Youtube Channel
This song is a song of Bengali Movie
Name of the Movie - X Equals to Prem
Starring - Arjun, Shruti & Madhurima
Director - Srijit Mukherji
Release Date - 13 May 2022
Language - Bengali
Country - India
"ভালোবাসার মরশুম" গানের সম্পূর্ণ লিরিক্স
মন একে একে দুই
একাকার আমি তুই
আর না চোখ ফিরিয়ে
একটু হাস।
নেই মনে কি কিছুই
তোর ঠোঁটের ডানা ছুঁই
মিলবে সব জীবনের ক্যালকুলাস।
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম
এ বুকে তবু বারো-মাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম।
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই
সেই যে সেই তাকালেই
সর্বনাশ।
ঝড় এলে তুই
সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়
পাঠালাম এ হৃদয়।
প্রেম হলে এক
সুরে গান বেঁজে যায়
সে দেয় জখম
তবু সেই তো ভেজায়।
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম।
দিন বদলে যাবে ফের
হাত ধরে সময়ের
ফুটবে ঠিক মন মাফিক
মন পলাশ।
ফুটবে ঠিক মন মাফিক
মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক
মন পলাশ।
إرسال تعليق