অভিনেত্রী মানেই সুন্দরী এবং সুন্দরী মানেই তাকে ফরসা হতে হবে এই যেন এক অলিখিত নিয়ম। এখনকার সময়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত হলেও তাদের মানসিকতা সে দিক থেকে খানিকটা পিছিয়েই রয়েছে। বিশেষ করে শোবিজের নারীদের কারো গায়ের রং কালো হলে তাদের সব সময় মানসিক চাপে থাকতে হয়। এমনই বর্ণবাদী মানসিকতার শিকার হয়েছিলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী এশা গুপ্তা।
অভিনেত্রী এশা গুপ্তাকে ফরসা হতে ইনজেকশন নেওয়ার উপদেশ দেওয়া হয়েছিলো। এই অভিনেত্রী তাদের কথায় কান দিয়ে সেই সময় ইনজেকশনের দামের ব্যাপারে খোঁজ নিয়েছেন।
অভিনেত্রী এশা গুপ্তা জানিয়েছেন, "কেরিয়ারের শুরুতে লোকে আমাকে ফরসা হওয়ার জন্য ইনজেকশন নেওয়ার উপদেশ দিত। অল্প সময়ের জন্য আমি তাদের কথায় কান দিয়েছিলাম। আমি খোঁজ নিয়ে জেনেছিলাম ফরসা হওয়ার সেই ইনজেকশনের দাম প্রায় নয় হাজার টাকা। আমাদের বলিউডের অনেক নায়িকাই সেগুলো ব্যবহার করেন আমি তাদের নাম বলব না"।
অভিনেত্রী এশা আরো জানিয়েছেন, "অভিনেত্রীদের সুন্দর দেখাতে হবে এই চাপটি সব সময় থাকে। এই কারণে আমি কোনোদিন চাইবো না যে আমার মেয়ে অভিনেত্রী হোক। তাহলে ছোট বয়স থেকেই তাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হবে। সে সাধারণ জীবনযাপন করতে পারবে না"।
প্রসঙ্গত, অভিনেত্রী এশা গুপ্তা ২০১২ সালে "জান্নাত ২" সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। ইতোমধ্যে এক দশক কেটে গেছে। সম্প্রতি তাকে "আশ্রম ৩" সিরিজে দেখা গেছে।
সূত্র - হিন্দুস্তান টাইমস
إرسال تعليق