Ads:


রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‌‌"অমানুষ" সিনেমার মধ্য দিয়ে মিথিলা বড় পর্দায় যাত্রা শুরু করেন। ঢাকায় "অমানুষ" দিয়ে সিনেমায় অভিষেক হলেও মিথিলা টালিউডের তিনটি সিনেমার কাজ করেছেন।

তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে মিথিলা প্রেম করছেন কলকাতার অন্য আরেক নির্মাতার সঙ্গে। কলকতার মিডিয়া পাড়ায় স্বামী সৃজিতের স্ত্রীকে নিয়ে এমন খবরই ভেসে বেরাচ্ছে।

মূলত "মন্টু পাইলট ২" সিরিজটির দ্বিতীয় সিজন করতে গিয়ে নাকি তারা প্রেমে পড়েছেন। "মন্টু পাইলট ২" সিরিজটির পরিচালক দেবালয় ভট্টাচার্য। "মন্টু পাইলট ২"র শুটিংয়েই মিথিলা ও দেবালয়ের ঘনিষ্ঠতা বাড়ে। তার কিছুদিন পরেই সেটি রটে যায়। এমনকি নতুন এই প্রেমের কারণে নাকি নির্মাতা দেবালয়ের ঘর ভাঙতে চলেছে।

যদিও সেই গুঞ্জনের কথা অস্বীকার করে নির্মাতা দেবালয় বলেছেন, "আমার বউ-বাচ্চাকে নিয়ে আমি পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি আসলে খুবই খুশি। গুঞ্জনের বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গিয়েছে। অথচ পুরোটা সৃজিতও জানেন"।

নির্মাতা আরও বলেছেন, "আমার সাথে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে অনেক ছবিও তুলেছি। আমার এবং মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে "মন্টু পাইলট ২"র সেটে। আমরা যে ধরনের মানুষ আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না"।

তবে সৃজিত বা মিথিলা এই গুঞ্জনের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর মিথিলা কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। এরপরে তিনি কলকাতা-ঢাকা মিলিয়ে তার সংসার এবং কাজ করেছেন সমানভাবেই।

সূত্র - আনন্দবাজার

Post a Comment

أحدث أقدم