Ads:

Boddo Eka (বড্ড একা) Lyrics by Samz vai || Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Boddo Eka
Song's Vocalist - Samz vai
Song's Composer - Samz vai
Song's Lyricist - Moazzem Hossen
Song's Release Date - 15 June 2022
Song's Published on Samz Vai Official Youtube Channel


"বড্ড একা" গানটির সম্পূর্ণ লিরিক্স

তুমি হীনা বড্ড একা পরাণ পাখি রে
বুকের বাঁ পাশেতে আজো তোমার অবস্থান
তোমায় ছাড়া কেমনে থাকি পরাণ সখি রে
মনের গহিনেতে আজো তোমার বাস-স্থান।

তুমি হীনা বড্ড একা পরাণ পাখি রে
বুকের বাঁ পাশেতে আজো তোমার অবস্থান
তোমায় ছাড়া কেমনে থাকি পরাণ সখি রে
মনের গহিনেতে আজো তোমার বাসস্থান।

তুমি ছাড়া মন বোঝে না রে
একলা একা থাকা বড় দায়
তুমি ছাড়া এই হৃদয়ে
দুঃখের বন্যা শুধুই বয়ে যায়। 

তুমি হীনা বড্ড একা পরাণ পাখি রে
বুকের বাঁ পাশেতে আজো তোমার অবস্থান
তোমায় ছাড়া কেমনে থাকি পরাণ সখি রে
মনের গহিনেতে আজো তোমার বাসস্থান।

অশ্রু জলে তোমার স্মৃতিগুলো
হৃদ-পিঞ্জরে কষ্টেরই ক্ষত করে
তবুও অবুঝ মনটা আমার
তোমায় নিয়ে স্বপনে ঘর বাঁধে।

তুমি ছাড়া মন বোঝে না রে
একলা একা থাকা বড় দায়
তুমি ছাড়া এই হৃদয়ে
দুঃখের বন্যা শুধুই বয়ে যায়।

তুমি হীনা বড্ড একা পরাণ পাখি রে
বুকের বাঁ পাশেতে আজো তোমার অবস্থান
তোমায় ছাড়া কেমনে থাকি পরাণ সখি রে
মনের গহিনেতে আজো তোমার বাসস্থান।

Post a Comment

أحدث أقدم