Cholo Pakhi Hoi (চলো পাখি হই) by Arman Malik & Palak Muchhal || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Cholo Pakhi Hoi
Song's Vocalist - Arman Malik & Palak Muchhal
Song's Composer - Ahmmed Humayun
Song's Lyricist - Prosen
Song's Release Date - 14 April 2022
Song's Published on Jaaz Multimedia Youtube Channel
This song is a song of Bengali Movie
Name of the Movie - Shaan || শান
Starring - Siam Ahmed & Puja Cherry
Director - M Raahim
Producer - M Atiqur Rahman
Release Date - 2022
Published on Jaaz Multimedia Youtube Channel
"চলো পাখি হই" গানটির সম্পূর্ণ লিরিক্স
দেখলে তোমাকে মনে হয়
তুমি ছাড়া আর কেউ নয়
তোমারই আদর দিয়ে মোড়া
আমার এই নাছোড় হৃদয়।
বলো না এমন কেন আমি
কেন রোজ পায় পাগলামি
কেন হয় এমন আমার
চোখ বুঁজলেই শুধু তুমি।
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু'ডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।
তুমি যদি পলকে হারাও
যদি আর খবর না দাও
ধরে নিয়ো আছি এখানেই
এতদিন তার যেখানেই।
তবে কেন মিছিমিছি
চিন্তা আসে...
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু'ডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।
দাও আজ অস্কার দাও
বদলেতে যা চাইবে চাও
না না কোনো চাওয়া পাওয়া নেই
শুধু তুমি থাকো পাশে।
রোদে রোদে মেঘে মেঘে
ঘাসে ঘাসে...
ও চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু'ডানায়
যত দূর উড়ে যাওয়া যায়।
إرسال تعليق