Ek Dekhay (এক দেখায়) by Imran & Porshi || Bangla New Song 2021
Song's Informations
Name of the Song - Ek Dekhay
Song's Vocalist - Imran & Porshi
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Snahashish Ghosh
Song's Release Date - 5 May 2021
Song's Published on Central Music and Video [CMV] Youtube Channel
"এক দেখায়" গানটির সম্পূর্ণ লিরিক্স
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায় নির্দ্বিধায়।
সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
তার সবই যেন আছে তোর ঐ চোখের মণিতে।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
জড়িয়ে নে আমায় নির্দ্বিধায়।
তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
তোর মায়াভরা মুখটা খুব যে মনে ধরে
মনে কেন জানি তোকে চিনেছে ভীষণ
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায় নির্দ্বিধায়।
রাত জাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
আগলে রব যে তোকে সারাজীবন।
এই মন গলে পড়ছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
জড়িয়ে নে আমায় নির্দ্বিধায়।
إرسال تعليق