Eshke Muhammad (এশকে মুহাম্মাদ) by Sayed Ahmad & Muhammad Badruzzaman Full Song's Lyrics
গজলের নাম - এশকে মুহাম্মাদ
কন্ঠশিল্পী - সাঈদ আহমদ ও মুহাম্মদ বদরুজ্জামান
সুরকার - আহমদ আবদুল্লাহ
গীতিকার - আহমদ আবদুল্লাহ
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "এশকে মুহাম্মাদ" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "এশকে মুহাম্মাদ" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ ও মুহাম্মদ বদরুজ্জামান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমদ আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 29 March 2021 -তে প্রকাশিত হয়।
"এশকে মুহাম্মাদ" গজলটির সম্পূর্ণ লিরিক্স
প্রেমের উপর দুনিয়া চলে প্রেমের শুরু কোথায় তাহলে
প্রেমের পড়ে স্বয়ং খোদা সৃষ্টি করেন তামাম বসুধা
প্রেমের উপর দুনিয়া চলে প্রেমের শুরু কোথায় তাহলে
প্রেমের পড়ে স্বয়ং খোদা সৃষ্টি করেন তামাম বসুধা।
দুনিয়া চলে দিন রাত চলে
দুনিয়া চলে দিন রাত চলে
আসমান বলো জমিন বলো
তার প্রেম করে আবাদ।
এশকে মুহাম্মাদ এশকে মুহাম্মাদ
এশকে মুহাম্মাদ এশকে মুহাম্মাদ
এশকে মুহাম্মাদ এশকে মুহাম্মাদ
এশকে মুহাম্মাদ এশকে মুহাম্মাদ।
গোলাপ জবা জুই চামেলি
আসমান জুড়ে চাঁদ রুপালি
গোলাপ জবা জুই চামেলি
আসমান জুড়ে চাঁদ রুপালি।
নদী সাগর প্রেম মিতালি
সবুজ মায়ার রোদ সর্নালি
যত সুন্দর আছে এ ভবে
রুপের ঝলক আছে সবে।
তার রুপে তার সুন্দরে
তার গৌরবে আবাদ
হুসনে মুহাম্মাদ হুসনে মুহাম্মাদ
হুসনে মুহাম্মাদ হুসনে মুহাম্মাদ
এশকে মুহাম্মাদ এশকে মুহাম্মাদ
এশকে মুহাম্মাদ এশকে মুহাম্মাদ।
যত কিছু খুশি বিলায়
প্রাণের মেলায় সুখের বেলায়
যত কিছু খুশি বিলায়
প্রাণের মেলায় সুখের বেলায়।
হাসি হাসি ভুবন ভোলা
পুলোক জাগা ছন্দে দোলা
আন্দদ উৎসব ও উল্লাস
বাধন হারা যত উৎসাস।
তার দিল কারা সেই জান্নাতি মুচকি হাসির আবাদ
জিসনে মুহাম্মাদ জিসনে মুহাম্মাদ
হুশনে মুহাম্মাদ হুশনে মুহাম্মাদ
জিসনে মুহাম্মাদ জিসনে মুহাম্মাদ
হুশনে মুহাম্মাদ হুশনে মুহাম্মাদ
জিসনে মুহাম্মাদ জিসনে মুহাম্মাদ
হুশনে মুহাম্মাদ হুশনে মুহাম্মাদ।
إرسال تعليق