Ishq E Nabi Jindabad (ইশকে নাবী জিন্দাবাদ) by সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আহমদ আবদুল্লাহ Full Song's Lyrics
গজলের নাম - ইশকে নাবী জিন্দাবাদ
কন্ঠশিল্পী - সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আহমদ আবদুল্লাহ
সুরকার - আহমদ আবদুল্লাহ
গীতিকার - সাইফ সিরাজ
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "ইশকে নাবী জিন্দাবাদ" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "ইশকে নাবী জিন্দাবাদ" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান ও আহমদ আবদুল্লাহ। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমদ আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 2 December 2021 -তে প্রকাশিত হয়।
"ইশকে নাবী জিন্দাবাদ" গজলটির সম্পূর্ণ লিরিক্স
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ
আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ
তারার মিছিল কোরাস ধরে বললো মুহাম্মদ।
ঝিঝির দোলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে
ঝিঝির দোলেও দরুদ সুরে
নামলো খুশি রাত দুপুরে।
সেই খুশিতে জাগলো ধরা
চললো ক্ষমার পরম পরা
মনের আকাশ আরলো মনে
দূর মাদিনার চাঁদ।
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
ও...
ইশকে নাবী...
রক্ত কনায় দফায় দফায় উঠে শিহরণ
মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন।
আকুল সুরে শিল্পী কবি
গাইলে প্রেমের নাতে নাবী
আকুল সুরে শিল্পী কবি
গাইলে প্রেমের নাতে নাবী।
মন হয়ে যায় পাগল পারা
নামায় দু-চোখ আস্রু ধারা
দীল পরিবেশ দরুদ সুরে চায় দিদারের সাধ।
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী...
ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও
ফিরতি পাখির কাছে বলি রওজার সুবাস দাও।
আমার বোকা আবদার তাই
আকাশ থেকে সান্তনা পাই
আমার বোকা আবদার তাই
আকাশ থেকে সান্তনা পাই।
মায়ার নাবীর হাত হতে কাল
আবেহায়াত পাবে কপাল
হৃদয়ে কোরাস ওঠে ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী ইশকে নাবী ইশকে নাবী জিন্দাবাদ।
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ
ইশকে নাবী জিন্দাবাদ।
إرسال تعليق