Ads:

গজলের নাম - নবীজির দুশমন

কন্ঠশিল্পী - সাঈদ আহমদ এবং অন্যান্য শিল্পীরা
সুরকার - সাঈদ আহমদ
গীতিকার - আবু বকর

"নবীজির দুশমন" গজলটি একটি প্রতিবাদী গজল। গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ এবং অন্যান্য শিল্পীরা। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাঈদ আহমদ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 2 November 2020 -তে প্রকাশিত হয়।


"নবীজির দুশমন" গজলটির সম্পূর্ণ লিরিক্স

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন
মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন।

নবীর প্রেমের জীবন দিবে কে আছো নওজোয়ান
তাকবির তোলে সিংহসাবক হও তুমি আগোয়ান।

তোমার বোকে ইমানের বল জবানে আল-কোরআন
ভয় কাপে কাপুরুষ সব আর নরাদম শয়তান
জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান
কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান।

তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান
তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান।

শ্রেষ্ঠ নবীর বেঙ্গ করে পাপিষ্ঠ আর বদ নসীব
আমরা তাদের ঘৃণা জানাই ধিকে ধিকে ধিক শতধিক
জাতিসংঘের কাজ কি তবে ধর্ষক হয়ে থাকবে চুপ
সাম্প্রদায়িক সম্প্রিতি আজ যাচ্ছে ভেঙ্গে পাচ্ছে লোপ।

আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব
তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পরবে ঠিক
বয়কট হবে ধিকরিত হবে বিশ্বজোরে নিন্দা কুড়াবে
জাগলে মুসলামন জাগলে মুসলমান।

তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান
তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত তুমি নিরভিক পালোয়ান।

নিষ্ঠ উধার দয়ার আধাঁর রহমাতুল্লিল আলামিন
তারঁ অপমান করছে যারা দুষ্ঠ ইতর অশালিন
যার পরশের আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন
তাঁর সানে কেউ বললে কথা মানবে না তা এ জমিন।

কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন
মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দেবে বীর মুমিন 
ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমার না চায় যদি
জোরে হাকো আজান জোরে হাকো আজান।

তুমি সাচ্চা মুসলামন ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত  তুমি নিরভিক পালোয়ান
তুমি সাচ্চা মুসলামন ইমান তোমার ধন
নবীর প্রেমে জাগ্রত  তুমি নিরভিক পালোয়ান।

Post a Comment

أحدث أقدم