Ads:


গজলের নাম - লাব্বাইক

কন্ঠশিল্পী - আবু রায়হান, মাহফুজুল আলম, তাওহিদ জামিল, ফখরুল হক ও দাউদ আনাম
সুরকার - আহমদ আবদুল্লাহ
গীতিকার - আহমদ আবদুল্লাহ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "লাব্বাইক" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। এটি একটি হজ্জের নতুন গজল। "লাব্বাইক" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান, মাহফুজুল আলম, তাওহিদ জামিল, ফখরুল হক ও দাউদ আনাম। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমদ আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 4 August 2019 -তে প্রকাশিত হয়।

"লাব্বাইক" গজলটির সম্পূর্ণ লিরিক্স

লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল-মুলক
লা শারিকা লাকা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

একবার শুধু একবার তোমাকে দেখি একবার
কাবার গিলাপ ধরী বান্দা হাজির বলি একবার।

সাদা কাপড় অঙ্গে লাখো হাজীর সঙ্গে
সাদা কাপড় অঙ্গে লাখো হাজীর সঙ্গে
আমাকে সামীল কর কাবার মালীক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

রাসুলের দু-ঠোট ছোয়া হাজরে আসওয়াদে
তাজীম সম্মানে দেব চুমু অয়াবাদে
তাওয়াফ সবক নেব আমি ঘুরে ঘুরে
জীবন যাপিত হবে তোমাকে ঘীরে

কাবার পথে পথে দুলো বালি মেখে
কাবার পথে পথে দুলো বালি মেখে
আমিতো হব তোমার প্রেমের শালিক।

লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল-মুলক
লা শারিকা লাকা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

সাফা মারওয়াতে ভাসে মহীমা মিন্ন্যতে
বলে আরাফা কথা হাসরের দীনে
দূরুদ ও সালাম দেব আমি সে রওজায়ে
প্রয়ো নবীজি আছে যেথা গুমাইয়ে।

হজ্জে মাগবুল দিয়ো জান্নাত আমায় দিয়ো
হজ্জে মাগবুল দিয়ো, জান্নাত আমায় দিয়ো
ডেকে নাও একবার শুধু তোমার নাজদীত।

লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল-মুলক
লা শারিকা লাকা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।

Post a Comment

أحدث أقدم