Manush Ke Valobasho (মানুষকে ভালোবাসো) by Sayed Ahmad || Islamic New Gojol 2022
গজলের নাম - মানুষকে ভালোবাসো
কন্ঠশিল্পী - সাঈদ আহমদ
সুরকার - সাঈদ আহমদ
গীতিকার - কে এম মনির হোসেন
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "মানুষকে ভালোবাসো" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মুলত সিলেটের বানবাসীদের পাশে দাড়ানোর আহবানে মানবিক গজল। "মানুষকে ভালোবাসো" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাঈদ আহমদ। গজলটি ইউটিউব চ্যানেল Sayed Ahmad -এ 26 June 2022 -তে প্রকাশিত হয়।
"মানুষকে ভালোবাসো" গজলের সম্পূর্ণ লিরিক্স
আল্লাহর ভালোবাসা পেতে হলে
মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে
অবহেলা করোনা কাউকে যেন
ধনী গরীব অসম করোনা ভুলে।
পাশের বাড়ি তুমি খোঁজ নিয়ে নাও
উদরে পড়েছে কিনা দানা পানিটাও
অথচ তুমি রাজা পেট পুড়ে খাও।
দুখীর দু:খ দেখে দিবস কাটাও
এত নয় মানুষের ভালোবাসা
পাষন্ড ভাব কেন তোমার মূলে।
খোলা আকাশের নিচে এই জমিনে
তোমারই সজন দেখ রয়েছে ঘুমে
হিমেল হাওয়ার শীত কিযে কনকনে।
অনাবৃত অভাবীদের আছে কি মনে
ভালোবাসা দিয়ে কাছে টেনে নিও
সোহাগ মমতা দিও বুকে তুলে।
إرسال تعليق