Ads:

Nabiyul Ambia (নাবিয়্যুল আম্বিয়া) by Husain Adnan & Shafin Ahmad Full Song's Lyrics

গজলের নাম - নাবিয়্যুল আম্বিয়া
কন্ঠশিল্পী - হোসেন আদনান ও শাফিন আহমেদ
সুরকার - এইচ আহমদ
গীতিকার - জুবায়ের সিফাত

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "নাবিয়্যুল আম্বিয়া" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "নাবিয়্যুল আম্বিয়া" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী হোসেন আদনান ও শাফিন আহমেদ। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন এইচ আহমদ। গজলটি ইউটিউব চ্যানেল Tarana -এ 27 May 2022 -তে প্রকাশিত হয়।


"নাবিয়্যুল আম্বিয়া" গজলটির সম্পূর্ণ লিরিক্স

মনে মনে প্রতিক্ষনে তোমার নামের বসবাস
তুমি বিনে মোর ধ্যানে শুন্য দেখো এই আকাশ
মনে মনে প্রতিক্ষনে তোমার নামের বসবাস
তুমি বিনে মোর ধ্যানে শুন্য দেখো এই আকাশ।

তুমি ছাড়া হতো না যে আকাশ জমিন
কিভাবে শুধী বলো তোমার এই ঋণ
আমি ব্যাকূল হয়ে হৃদয় দিয়ে পাঠাই দরুদ হাদিয়া।

নাবিয়্যুল আম্বিয়া রাসুল আল হেদায়া নাবিয়্যুল আম্বিয়া
নাবিয়্যুল আম্বিয়া রাসুল আল হেদায়া নাবিয়্যুল আম্বিয়া।

আজো কাদে প্রেম বাধে তোমায় ঘিরে প্রতিটি মুমিন
কবে যে তোমায় পাবে সে আসায় বুক বাদে যে রঙ্গিন।

তুমি ছাড়া কেউ নেই সুপারি স্বীকারে
বল প্রিয়ো তুমি ছাড়া কে তারাবে তরি
তাই ব্যাকূল হয়ে এই হৃদয় ঘরে
তাই ব্যাকূল হয়ে এই হৃদয় ঘরে
তোমায় রেখেছি বান্ধিয়া।

নাবিয়্যুল আম্বিয়া রাসুল আল হেদায়া নাবিয়্যুল আম্বিয়া
নাবিয়্যুল আম্বিয়া রাসুল আল হেদায়া নাবিয়্যুল আম্বিয়া।

এই ভবে ফের কবে আসবে বলো তারাতে আঁধার
তাই সবে কলরবে মেতেছে ধরা খুশিতে আবার।

তুমি হিন পৃথিবীতে কভু নেই সুখ
চারিদিকে মানুষের অজানা অসুখ
তাই ব্যাথিত হয়ে শত দুঃখ সয়ে
তাই ব্যাথিত হয়ে শত দুঃখ সয়ে
নীরবে যাই গো কান্দিয়া।

নাবিয়্যুল আম্বিয়া রাসুল আল হেদায়া নাবিয়্যুল আম্বিয়া
নাবিয়্যুল আম্বিয়া রাসুল আল হেদায়া নাবিয়্যুল আম্বিয়া।

Post a Comment

أحدث أقدم