Nishho (নিঃস্ব) Lyrics by Salman Jaim || Bangla Natok Song 2022
আমায় তুমি রাখলে না
আছি নিজের থেকে দূরে
আমায় তুমি ডাকলে না।
এখানে আলো কম
সময় কাটে কোন রকম দুরাশায়।
তুমি আমার হতে হতে
দুঃখ আমার হয়ে যায়
আমি তোমার হতে হতে
নিঃশ হয়ে গেছি প্রায়।
তুমি আমার হতে হতে
দুঃখ আমার হয়ে যায়
আমি তোমার হতে হতে
নিঃশ হয়ে গেছি প্রায়।
মুছে ফেলি তোমার মুখ
আবার আঁকি
ছুড়ে ফেলি তোমার নাম
আবার ডাকি।
না হয় না দাও সারা
আমি নই তুমি হারা
আমার গল্পে আমি
তোমারই থাকি।
তুমি আমার হতে হতে
দুঃখ আমার হয়ে যায়
আমি তোমার হতে হতে
নিঃশ হয়ে গেছি প্রায়।
তুমি আমার হতে হতে
দুঃখ আমার হয়ে যায়
আমি তোমার হতে হতে
নিঃশ হয়ে গেছি প্রায়।
ফিরে আসে স্মৃতির মেঘ
শ্রাবণ ছাড়া
ভিজে ওঠে চোখের কোণ
বাধন হারা।
কি হয় না হয় ভেবে
তুমি কি সারা দেবে
তোমার সঙ্গে এখনো কথা বাকী।
তুমি আমার হতে হতে
দুঃখ আমার হয়ে যায়
আমি তোমার হতে হতে
নিঃশ হয়ে গেছি প্রায়।
তুমি আমার হতে হতে
দুঃখ আমার হয়ে যায়
আমি তোমার হতে হতে
নিঃশ হয়ে গেছি প্রায়।
তুমি আমার হতে হতে
দুঃখ আমার হয়ে যায়
আমি তোমার হতে হতে
নিঃশ হয়ে গেছি প্রায়।
إرسال تعليق