Pagol Tor Jonno (পাগল তোর জন্য) by Rahul Dutta & Kheya || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Pagol Tor Jonno
Song's Vocalist - Rahul Dutta & Kheya
Song's Composer - Avraal Sahir
Song's Lyricist - M A Alam Shuvo
Song's Release Date - 10 December 2021
Song's Published on Sultan Entertainment Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Pagol Tor Jonno || পাগল তোর জন্য
Starring - Musfiq R Farhan & Keya Payel
Director - Mahmud Mahin
Producer - Tanvir Mahmood
Release Date - 8 December 2021
Published on Sultan Entertainment Youtube Channel
"পাগল তোর জন্য" গানটির সম্পূর্ণ লিরিক্স
ভাসে কেন মেঘ দুপুরে আজ
তোর মুখটা দেখে পেলাম লাজ
চাইছি আমি বৃষ্টি হোক এ দিনে।
হাসি লুকনো স্বপ্নগুলো
ডানা মেলে তোর মন ছুলো
বলছি যেন কেউ না শোনে।
তুই কাছে চলে আয় আয় না
এমন ক্ষনে একাকী মন মানে না।
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য।
রোজ রাতে তোর সাথে গল্পে দেবো ডুব
স্বপ্নে এসে ভালোবেসে আদর করবো খুব
তোর কঁপালে দেবো ঢেলে সুখের কোলাহল
রাখবো তোকে খুব সুখে আমার সাথে চল।
তুই কাছে চলে আয় আয় না
এমন ক্ষনে একাকী মন মানে না।
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য।
শক্ত করে হাতটা ধরে রাখবো যে তোকে
এক বালিসে মাথা রেখে থাকবো যে সুখে
মন খারাপে প্রেম আলাপে হাসাবো যে রোজ
দূরে থাকার এভাবে নয়তো সহজ।
তুই কাছে চলে আয় আয় না
এমন ক্ষনে একাকী মন মানে না।
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য।
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য
আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন
বুঝে নে না এ মন পাগল তোর জন্য।
إرسال تعليق