Ads:

Prarthona (প্রার্থনা) by Momotaz Begom & Mizan Rahman || Bangla New Song 2022 

Song's Informations
Name of the Song - Prarthona
Song's Vocalist - Momotaz Begom & Mizan Rahman
Song's Composer - Coke Studio Bangla
Song's Lyricist - Ramesh Shil & Girin Chakraborty
Song's Release Date - 1 April 2022
Song's Published on Coke Studio Bangla Youtube Channel


"প্রার্থনা" গানটির সম্পূর্ণ লিরিক্স

বেলা দ্বিপ্রহর ধু-ধু বালুচর
ধূপেতে কলিজা ফাটে
পিয়াসে কাতর।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

আসমান হইলো টুডা-টুডা
জমিন হইলো ফাডা
মেঘ রাজা ঘুমাইয়া রইছে
মেঘ দিবো তোর কেডা।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

ফাইট্টা ফাইট্টা রইছে কত খালা-বিলা-নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলধি
ফাইট্টা ফাইট্টা রইছে কত খালা-বিলা-নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলধি।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

কপোত-কপোতি কান্দে খোপেতে বসিয়া
শুকনা ফুলের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া
কপোত-কপোতি কান্দে খোপেতে বসিয়া
শুকনা ফুলের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।
 
এ ভূবনে দিতে নাই যার তুলনা
এ ভূবনে দিতে নাই যার তুলনা।

নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা ।

রমেশ বলে মন ভেবে
স্বরূপ দেখা পাবো কবে
রমেশ বলে মন ভেবে
স্বরূপ দেখা পাবো কবে।

এইভাবে কি জনম যাবে বলোনা
এইভাবে কি জনম যাবে বলোনা।

নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা
বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই
আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে।

বাবা মাওলানা মাওলানা মাওলানা রে
নূরের পুতুলা বাবা মাওলানা।

Post a Comment

أحدث أقدم