Ads:

Shopno Amar (স্বপ্ন আমার) by Mahfuzul Alam & Tawhid Jamil Full Song's Lyrics

গজলের নাম - স্বপ্ন আমার
কন্ঠশিল্পী - মাহফুজুল আলম ও তাওহিদ জামিল
সুরকার - মুহাম্মদ বদরুজ্জামান
গীতিকার - আল ফরহাদ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "স্বপ্ন আমার" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "স্বপ্ন আমার" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী মাহফুজুল আলম ও তাওহিদ জামিল। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 12 September 2021 -তে প্রকাশিত হয়।


"স্বপ্ন আমার" গজলটির সম্পূর্ণ লিরিক্স

স্বপ্ন আমার যত মনের মাঝে

সাজাতে চাই আমি তোমার সাঁজে 

স্বপ্ন আমার যত মনের মাঝে

সাজাতে চাই আমি তোমার সাঁজে।


প্রিয় রাসুল আমার

হৃদয়ে আছো তুমি মনে পড়ে

তোমায় বারে বার

তোমায় বারে বার।


স্বপ্ন আমার যত মনের মাঝে

সাজাতে চাই আমি তোমার সাঁজে।


মা আমেনার কোলে তুমি এলে

দ্বিনের আলো ভবে জালিয়ে গেলে

মা আমেনার কোলে তুমি এলে

দ্বিনের আলো ভবে জালিয়ে গেলে।


সেই আলো ছড়ালো বিশ্ব জুরে

দূর হলো সকল আঁধার

দূর হলো সকল আঁধার।


প্রিয় রাসুল আমার

হৃদয়ে আছো তুমি মনে পড়ে

তোমায় বারে বার

তোমায় বারে বার।


কোরআন হাদিস আজো আছে

থাকবে পৃথিবী যত দিন রবে

কোরআন হাদিস আজো আছে

থাকবে পৃথিবী যত দিন রবে।


তোমার পথে যদি চলতে পারি

মুক্তি পাবো পরোপাড়।


প্রিয় রাসুল আমার

হৃদয়ে আছো তুমি মনে পড়ে

তোমায় বারে বার

তোমায় বারে বার।


মহান রবের পরে তুমি প্রিয়ো

শেষ বিচারের দিনে কাছে নিয়ো

মহান রবের পরে তুমি প্রিয়ো

শেষ বিচারের দিনে কাছে নিয়ো।


তোমার পথে যদি চলতে পারি

হবো যে প্রিয়ো খুদার

হবো যে প্রিয়ো খুদার।


প্রিয় রাসুল আমার

হৃদয়ে আছো তুমি মনে পড়ে

তোমায় বারে বার

তোমায় বারে বার।


প্রিয় রাসুল

তোমায় বারে বার

প্রিয় রাসুল

তোমায় বারে বার।

Post a Comment

أحدث أقدم