Thik Bethik (ঠিক বেঠিক) Lyrics by Imran & Nancy
Song's Informations
Name of the Song - Thik Bethik
Song's Vocalist - Imran Mahmudul & Nancy
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Snahashish Ghosh
Song's Release Date - 15 June 2022
Song's Published on CD Choice Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Ekti Purno Dhoirgho Prem || একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম
Starring - Afran Nisho & Tanjin Tisha
Director - Tuhin Hossain
Producer -
Release Date - 25 August 2018
Country - Bangladesh
"ঠিক বেঠিক" গানটির সম্পূর্ণ লিরিক্স
ঠিক বেঠিক না ভেবে
ভালোবাসি বেহিসেবে দু'জনে
মনগড়া প্রেমকাব্য
তোকে নিয়ে যে লিখবো আনমনে।
সুখের দেশে এভাবে
সারাজীবন কেটে যাবে
তোর ছবি শুধু রবে এ মনে।
ও ঠিক বেঠিক না ভেবে
ভালোবাসি বেহিসেবে
দু'জনে দু'জনে দু'জনে।
এখন আমি যখন তখন
হারিয়ে যাবো তো তে
মন বুলে নেই পৃথিবীতে
আছি স্বর্গতে।
বইছে আমাতে আবেগের ঢেউ
পারিনা ভুলতে চাইলেও
হয়ে গেছিস খুব কাছের গোপনে।
তুই ছাড়া বেচে থাকার
হারিয়েছি অধিকার
জীবনে হুম।
মনগড়া প্রেমকাব্য
তোকে নিয়ে যে লিখব আনমনে
দু'জনে দু'জনে দু'জনে।
দু'চোখে ভীড় জমিয়েছে
বাহারী সব স্বপ্ন
ভালোবাসার অনুভূতি
সত্যি অনন্য।
বইছে আমাতে আবেগের ঢেউ
পারিনা ভুলতে চাইলেও
হয়ে গেছিস খুব কাছের গোপনে।
ঠিক বেঠিক না ভেবে
ভালোবাসি বেহিসেবে দু'জনে
হুম মনগড়া প্রেমকাব্য
তোকে নিয়ে যে লিখব আনমনে
দু'জনে দু'জনে।
إرسال تعليق