Tui Ki Amar Hobi Re (তুই কি আমার হবি রে) by Imran & Kona || Bangla New Song 2019
Song's Informations
Name of the Song - Tui Ki Amar Hobi Re
Song's Vocalist - Imran Mahmudul & Kona
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Kabir Bakul
Song's Release Date - 5 December 2019
Song's Published on Maasranga TV Official Youtube Channel
This song is a song of Bengali Movie
Name of the Movie - Bishwoshundori
Starring - Pori Moni & Siam Ahmed
Director - Chayanika Chowdhury
Release Date -
Language - Bengali
Country - Bangladesh
"তুই কি আমার হবি রে" গানের সম্পূর্ণ লিরিক্স
রাতের সব তারা আছে
দিনের গভীরে
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে
তুই কি আমার হবি রে?।
মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে গেছি হারিয়ে
তুই জীবন-মরন সবই রে
তুই কি আমার হবি রে?
আমার পথটা চলে যায় তোরই দিকে
চোখের কলম শত কবিতা লিখে
এই হৃদয়ের ভালোবাসা দিয়ে
সেই কবিতা শুধু তোকে নিয়ে।
চোখ ভোরে তুই দেখ পড়ে তুই
প্রেম কবিতায় তোকে ছুঁই
তুই চিনে নে সে কবি রে
তুই কি আমার হবি রে?
রাতের সব তারা আছে
দিনের গভীরে
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে
তুই কি আমার হবি রে?
হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে
তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে
সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে
সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।
মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে
তোর হৃদয়ে গেছি হারিয়ে
তুই দেখে নে সে ছবি রে
তুই কি আমার হবি রে?
রাতের সব তারা আছে
দিনের গভীরে
বুকের মাঝে মন যেখানে
রাখবো তোকে সেখানে
তুই কি আমার হবি রে?
إرسال تعليق