Allahu (আল্লাহু) Lyrics by Tawhid Jamil Kalarab || Islamic New Gojol 2022
গজলের নাম - আল্লাহু
কন্ঠশিল্পী - তাওহিদ জামিল
সুরকার - তাওহিদ জামিল
গীতিকার - তাওহিদ জামিল
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আল্লাহু" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "আল্লাহু" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী তাওহিদ জামিল। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন তাওহিদ জামিল। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 02 July 2022 -তে প্রকাশিত হয়।
"আল্লাহু" গজলের সম্পূর্ণ লিরিক্স
আমি লিখি গান কবিতা তোমার নাম
আমি জপি তোমারি নাম দমে দমে।
আমি লিখি গান কবিতা তোমার নাম
আমি জপি তোমারি নাম দমে দমে।
সব কিছু ডাকে তোমায় সারাক্ষণ
ডাকে নদী পাহাড়ে প্রস্রবণ।
তবে নূরে করো হৃদয় উজালা।
যেন ডাকে তোমাকে সারাবেলা।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ।
মেরে দিলমে নাম হে তেরা
মুজকো কারি কারলো যারা।
মেরে দিলমে নামহে তেরা
মুজকো কারি কারলো যারা।
জপতে রাহু মে হার নাম
মেরে পেয়ার মেরে মাওলা তেরে নাম।
সব কিছু ডাকে তোমায় সারাক্ষণ
ডাকে নদী পাহাড়ে প্রস্রবণ।
তবে নূরে করো হৃদয় উজালা
যেন ডাকে তোমাকে সারাবেলা।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ।
إرسال تعليق