Bismillah (বিসমিল্লা) Lyrics by Arijit Singh | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Bismillah
Song's Vocalist - Arijit Singh
Song's Composer - Indraadip Das Gupta
Song's Lyricist - Srijato
Song's Release Date - 29 July 2022
Song's Published on SVF Music Youtube Channel
This song is a song of Bengali Movie
Name of the Movie - Bismillah
Starring - Riddhi Sen
Director - Indraadip Das Gupta
Release Date - 2022
Language - Bengali
Country - India
"বিসমিল্লা" গানের সম্পূর্ণ লিরিক্স
শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ
ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি
বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী।
এ পথে কোনো ঋণ নেই
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও।
ছেড়ে যাওয়া হাত নেই,
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও।
শুরুর কথাই লেখা আছে তাই
শুরুর কাছে একা ফিরলাম
যত ভাঙন তুলে নিক এ মন
বলতেই হবে বিসমিল্লা।
শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ।
এ পথে কোনো ঋণ নেই
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও।
ছেড়ে যাওয়া হাত নেই
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও।
শুরুর কথাই লেখা আছে তাই
শুরুর কাছে একা ফিরলাম
যত ভাঙন তুলে নিক এ মন
বলতেই হবে বিসমিল্লা।
ভালোবাসে যে চোখ
ছেড়ে যাওয়া পালক
আক্ষেপ বাতাসে ভাসাও।
হেঁটে চলো সামনে
অতীতেরও নাম নেই
চুপ থাকে সে ছেড়ে আশাও।
বয়ে যাক নদী আর
এ গ্রহের আছে যা ভুল
সয়ে যাক পিছুটান
বোনা হোক নতুন আঙ্গুল।
এ পথে কোনো ঋণ নেই
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও।
ছেড়ে যাওয়া হাত নেই
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও।
আ আ আ আ...
শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ
ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি।
আ আ আ আ ...
إرسال تعليق