সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সংলাপ ভাইরাল হয়েছিলো। সংলাপটি হলো "বেচতে জানলে টাকাও বেচা যায়!"। এই সংলাপটি হলো বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত আরটিভির ওয়েব ফিল্ম "মানি মেশিন" এর সংলাপ।
গত ২৯ জুন (বুধবার) আরটিভি মুভিজ ইউটুব চ্যানেলে বহুল প্রতীক্ষিত সেই ওয়েব ফিল্মটি অবমুক্ত করা হয়েছে।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প এবং পরিচালনায় "মানি মেশিন" ওয়েব ফিল্মটির শুটিং গত বছরের শেষদিকে শেষ হয়। ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান।
"মানি মেশিন" ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। "মানি মেশিন" ওয়েব ফিল্মটিতে আরটিভি মুভিজ Youtube Channel এ দেখা যাবে।
إرسال تعليق