Deshtake Lutepute Kara khay (দেশটাকে লুটেপুটে কারা খায়) Lyrics by Sayed Ahmad Kalarab | Bangla New Gojol 2022
গজলের নাম - দেশটাকে লুটেপুটে কারা খায়
কন্ঠশিল্পী - সাঈদ আহমদ
সুরকার - সাঈদ আহমদ
গীতিকার - নুরুজ্জামান ফিরোজ
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "দেশটাকে লুটেপুটে কারা খায়" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "দেশটাকে লুটেপুটে কারা খায়" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাঈদ আহমদ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 28 July 2022 -তে প্রকাশিত হয়।
"দেশটাকে লুটেপুটে কারা খায়" গজলের সম্পূর্ণ লিরিক্স
বলে মুখে রুচি নাই তবুও তো
সারাদিন কত কিছু তারা খায়
বলে মুখে রুচি নাই তবুও তো
সারাদিন কত কিছু তারা খায়।
খাবার রিক দেখে চুপ থাকা
জনতার বিবেকটা নারা খায়
খাবার রিক দেখে চুপ থাকা
জনতার বিবেকটা নারা খায়।
বলে মুখে রুচি নাই তবুও তো
সারাদিন কত কিছু তারা খায়
খাবার রিক দেখে চুপ থাকা
জনতার বিবেকটা নারা খায়।
সুদখোর ঘুষখোর চাল ডাল তেল খোর
সর্বদা তারা সাধু সাঁজতে চাই
বল এই দেশটাকে লুটেপুটে খায় লুটেপুটে খায়।
তবে এই দেশটাকে লুটেপুটে কারা খায়
বল এই দেশটাকে লুটেপুটে খায় লুটেপুটে খায়
বন বেঁচে কাঠ খায় স্কুল মাঠ খায়
বন বেঁচে কাঠ খায় স্কুল মাঠ খায়
কোরবানি হাট খায় তবুও নজর আছে
মেঘনার ঝাটকা।
সুদখোর ঘুষখোর চাল ডাল তেল খোর
সর্বদা তারা সাধু সাঁজতে চাই
বল এই দেশটাকে লুটেপুটে খায় লুটেপুটে খায়
তবে এই দেশটাকে লুটেপুটে কারা খায়।
তবে এই দেশটাকে লুটেপুটে কারা খায়
বল এই দেশটাকে লুটেপুটে খায় লুটেপুটে খায়।
ধান খায় পাট খায় গান খায় আট খায়
ধান খায় পাট খায় গান খায় আট খায়
ব্রিজ কালভার্ট খায় তারপরেও
অফিসের ফাইল কেন আটকায়।
সুদখোর ঘুষখোর চাল ডাল তেল খোর
সর্বদা তারা সাধু সাঁজতে চাই
বল এই দেশটাকে লুটেপুটে খায় লুটেপুটে খায়
তবে এই দেশটাকে লুটেপুটে কারা খায়।
বল এই দেশটাকে লুটেপুটে খায় লুটেপুটে খায়
তবে এই দেশটাকে লুটেপুটে কারা খায়
বল এই দেশটাকে লুটেপুটে খায় লুটেপুটে খায়।
إرسال تعليق