Dila Jontrona (দিলা যন্ত্রণা) Lyrics by Samz Vai || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Dila Jontrona
Song's Vocalist - Samz Vai
Song's Composer - Opu Khan
Song's Lyricist - Opu Khan
Song's Release Date - 01 June 2022
Song's Published on R3 Tune Youtube Channel
"দিলা যন্ত্রণা" গানের সম্পূর্ণ লিরিক্স
তুমি সুখ হতে চেয়ে
একবার ধরা দিলা না
তুমি প্রেম দিবা বলে
শুধুই দিলা যন্ত্রনা।
মিথ্যা আশায় দুঃখ ব্যথায়
করেছো ছলনা।
হৃদয়হীনা ও প্রিয়া
এ বুক ছুয়ে দেখনা
তোমার নামে হৃদয় খামে
রক্ত জমাট বেদনা।
কে অপরাধী
তুমি না আমি
ভাঙ্গা গড়ার নিপুণ খেলায়
কে বল দায়ী।
বিষের ভেলায় খেয়াল খেলায়
আর ভাসিও না।
নিদয়া তুমি
তোমার অন্তর্যামী
অবহেলার কঠিন মন্ত্র
আগে বুঝিনি।
তিলে তিলে প্রেম অনলে
আর পুড়িও না।
إرسال تعليق