Ek Borshay (এক বর্ষায়) Lyrics by SI Tutul & Sharmin Keya | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Ek Borshay
Song's Vocalist - SI Tutul and Sharmin Keya
Song's Composer - Amzad Hossain
Song's Lyricist - Razu Choudhury
Song's Release Date - 30 July 2022
Song's Published on Agniveena Youtube Channel
"এক বর্ষায়" গানের সম্পূর্ণ লিরিক্স
তুমি কী করে হলে
এখন আমার দুঃখ-বেদনা
দূরে সরে চলে গেছো
তাই বলে কী বন্ধু হবে না।
তুমি কী করে হলে
এখন আমার দুঃখ-বেদনা
দূরে সরে চলে গেছো
তাই বলে কী বন্ধু হবে না।
ভাগ্যিস কেউ বুঝেনি
আমি ও কেঁদে ছিলাম
একা নীরবে এক বর্ষা ভরা রাতে।
ভাগ্যিস কেউ বুঝেনি
আমি ও কেঁদে ছিলাম
একা নীরবে এক বর্ষা ভরা রাতে।
ছুটে এসে ছিলাম মুছে দিতে
সেই বর্ষা রাতে
তোমার চোখেরই জল।
মিশে ছিল বৃষ্টির পানিতে
আমার ও চোখের কান্না।
ঘরে তোলা ঘর যুগ যুগের
বাঁধন বিচূর্ণ হলো
সব তুচ্ছ কারন।
তবুও বন্ধুত রয়ে যায়
ইতিহাসে দাঁড়িয়ে থাকা
পিরামিড যেমন।
ভাগ্যিস কেউ বুঝেনি
আমি ও কেঁদে ছিলাম
একা নীরবে এক বর্ষা ভরা রাতে।
ভাগ্যিস কেউ বুঝেনি
আমি ও কেঁদে ছিলাম
একা নীরবে এক বর্ষা ভরা রাতে।
إرسال تعليق