Emon Kore R Chaina (এমন করে আর চাইনা) Lyrics by Avraal Sahir & Atiya Anisha || Bangla New Song 2021
Song's Informations
Name of the Song - Emon Kore R Chaina
Song's Vocalist - Avraal Sahir & Atiya Anisha
Song's Composer - Avraal Sahir
Song's Lyricist - M A Alam Shuvo
Song's Release Date - 27 November 2021
Song's Published on CD Choice Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Separation
Starring - Musfiq R Farhan & Parsa Evana
Director - Mahmud Mahin
Release Date - 25 November 2021
Language - Bengali
Country - Bangladesh
"এমন করে আর চাইনা" গানের সম্পূর্ণ লিরিক্স
এই পথটা দু'ভাগ করে
দু'জন হারাই দু'দিকে
ভেতরটা যাচ্ছে পোড়ে
স্বপ্ন গুলো ঘুমের ঘরে।
একাকী যাচ্ছে উড়ে
পারিনি রাখতে ধরে।
ভেঙে গেলে হৃদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
ভেঙে গেলে হৃদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
সময় ঠিকই আছে
শুধু বদলে গেছি দু'জন
সবটা লাগে মিছে
এত দিনের মধুর খন।
জীবনের কিছু চাওয়া হয়না
কখনো পূরণ
এত স্বাধের পথ চলা
হয় না সারাজীবন।
তবুও স্বপ্ন দেখি রাত
সত্যি হয়ে উঠে না।
ভেঙে গেলে হৃদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
ভেঙে গেলে হৃদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না।
إرسال تعليق