Eseche Kurbani (এসেছে কুরবানি) Lyrics by Sayed Ahmad, Muhammad Badruzzaman, Abu Rayhan Kalarab & Kalarab Shilpigosthi | Islamic New Gojol 2022
গজলের নাম - এসেছে কুরবানি
কন্ঠশিল্পী - সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান কলরব ও কলরব শিল্পীগোষ্ঠী
সুরকার - মুহাম্মদ বদরুজ্জামান
গীতিকার - তানভীর আজিজ সাকিব
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "এসেছে কুরবানি" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মূলত আসন্ন ঈদ-উল-আযহা কোরবানি নিয়ে করা হয়েছে। "এসেছে কুরবানি" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান কলরব ও কলরব শিল্পীগোষ্ঠী। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 06 July 2022 -তে প্রকাশিত হয়।
"এসেছে কুরবানি" গজলের সম্পূর্ণ লিরিক্স
কুরবানি... কুরবানি...
ঐ আকাশে চাঁদ উঠেছে নিয়ে ত্যাগের বাণী
নিয়ে ত্যাগের বাণী
মন ছুয়ে যায় রঙ্গিন হাওয়ায় এসেছে কুরবানি।
ঐ আকাশে চাঁদ উঠেছে নিয়ে ত্যাগের বাণী
মন ছুয়ে যায় রঙ্গিন হাওয়ায় এসেছে কুরবানি।
অজানা এক খুশির মাঝে আত্মহারা প্রাণ
মুমিন হৃদয় আনন্দেতে গাইছে খুশির গান।
প্রিয় জিনিস ত্যাগের মাঝে ঝড়ে চোখের পানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি।
প্রাণীর সাথে দেবে সবাই আত্মাকে কুরবান
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি।
ইব্রাহীমি ত্যাগের মাঝে আনন্দ উৎসব
কালিস নিয়ত থাকলে দিবেন অনেক যাযারব।
ইব্রাহীমি ত্যাগের মাঝে আনন্দ উৎসব
কালিস নিয়ত থাকলে দিবেন অনেক যাযারব।
রবের থেকে ঈদ আনন্দ আজকের ইমতিহাত
লোক দেখানোর ইচ্ছে থাকে হবে না কুরবান।
রবের কাছে কবুল হয় যে ত্যাগে চোখে পানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি।
প্রাণীর সাথে দেবে সবাই আত্মাকে কুরবানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি।
কুরবানি দাও কুরবানি
কুরবানি দাও কুরবানি।
নিখিল বিশ্বের চোখে মুখে খলিল-উল্লার ত্যাগ
খুশির মাঝে ঈমান সাজে কুরবানির আবেগ।
নিখিল বিশ্বের চোখে মুখে খলিল-উল্লার ত্যাগ
খুশির মাঝে ঈমান সাজে কুরবানির আবেগ।
ভাগ হবে সব অসহায়ের মনে থাকা দুখ
মনের রিয়া মুছে পাবে জান্নাতি সেই সুখ।
রবের কাছে কবুল হয় যে ত্যাগে চোখে পানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি
এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি।
إرسال تعليق