Tor Jonno Koto Mayare (তোর জন্য কত মায়ারে) Lyrics by Imran Mahmudul & Kona || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Tor Jonno Koto Mayare
Song's Vocalist - Imran Mahmudul & Kona
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Kabir Bakul
Song's Release Date - 30 June 2022
Song's Published on iTheatre Youtube Channel
This song is a song of Bengali Movie
Name of the Movie - Psycho
Starring - Ziaul roshan & Pujja Cherry
Director - Anonno Mamun
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh
"তোর জন্য কত মায়ারে" গানের সম্পূর্ণ লিরিক্স
আহা রে তোর জন্য কত মায়ারে
আহা রে তোর জন্য কত মায়ারে।
তোকে ভেবে চোখ বুঝি
অনুভবে তোকে খুঁজি
দুরে গেলে কাছে খুঁজি
তোর ছায়ারে।
আহা রে তোর জন্য কত মায়ারে
আহা রে তোর জন্য কত মায়ারে।
কাছে তোর আসি যতো
প্রেমে পরেছি ততো
তোর ভালোবাসায়
আমি ডুবে মরেছি ততো।
কাছে তোর আসি যতো
প্রেমে পরেছি ততো
তোর ভালোবাসায়
আমি ডুবে মরেছি ততো।
ভাসিয়ে দিবো জীবন তরী
পথ সাগর জোয়ারে
একটু যদি পাই
তরই সুখ ছোঁয়ারে।
আহা রে তোর জন্য কতো মায়ারে
আহা রে তোর জন্য কতো মায়ারে।
জোনাকি দিশেহারা
নিভে রাতেরই তাঁরা
পৃথিবীতে আমি বড় একা
তোকে যে ছাড়া।
জোনাকি দিশেহারা
নিভে রাতেরই তাঁরা
পৃথিবীতে আমি বড় একা
তোকে যে ছাড়া।
একটাই তো আমারই তুই
লক্ষ কোটি হাজারে
হৃদয় রাজ্যে
তুই রানি আমি রাজা রে।
আহা রে তোর জন্য কতো মায়ারে
আহা রে তোর জন্য কতো মায়ারে।
তোকে ভেবে চোখ বুঝি
অনুভবে তোকে খুঁজি
দুরে গেলে কাছে খুঁজি
তোর ছায়ারে।
আহা রে তোর জন্য কত মায়ারে
আহা রে তোর জন্য কত মায়ারে।
إرسال تعليق