Vul Piriti Amare Kaday (ভুল পিরিতি আমারে কাঁদায়) Lyrics by Sukumar Baul | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Vul Piriti Amare Kaday
Song's Vocalist - Sukumar Baul
Song's Composer - Fardin Khan Ripon
Song's Lyricist - Proshenjit Mondal
Song's Release Date - 21 July 2022
Song's Published on DP Music Station Youtube Channel
"ভুল পিরিতি আমারে কাঁদায়" গানের সম্পূর্ণ লিরিক্স
মন দিলাম তোর পিরিতের আশায়
ভুল পিরিতি আমারে কাঁদায়,
মন দিলাম তোর পিরিতের আশায়
ভুল পিরিতি আমারে কাঁদায়।
মন না বুঝে মন দিয়েছি
আপন ভেবে সব সোপেছি,
মন না বুঝে মন দিয়েছি
আপন ভেবে সব সোয়েছি।
দুঃখ পেলাম তোরই ছলনায়
ভুল পিরিতি আমারে কাঁদায়,
মন দিলাম তোর পিরিতের আশায়
ভুল পিরিতি আমারে কাঁদায়।
ভালোবাসে যে যারে ভালো লাগে সব
মিথ্যেটাকেউ মনে লাগে সত্য অনুভব,
ভালোবাসে যে যারে ভালো লাগে সব
মিথ্যেটাকেউ মনে হয় সত্য অনুভব।
মনের মানুষ মন ভাঙিলে
মনের মানুষ মন ভাঙিলে
মন বোঝানো দায়।
ভুল পিরিতি আমারে কাঁদায়
মন দিলাম তোর পিরিতের আশায়
ভুল পিরিতি আমারে কাঁদায়।
বুঝিনি তোর ভালোবাসা ছিলো বিষের ফুল
সাদা মনের কাঁচা পিরিত করে দিবে ভুল,
বুঝিনি তোর ভালোবাসা ছিলো বিষের ফুল
সাদা মনের কাঁচা পিরিত করে দিবে ভুল।
মায়া পাখির কায়ায় ভুলে
মায়া পাখির কায়ায় ভুলে
করি হায়রে হায়।
ভুল পিরিতি আমারে কাঁদায়
মন দিলাম তোর পিরিতের আশায়
ভুল পিরিতি আমারে কাঁদায়।
আধারে ভালবেসো না
আলোতে যদি না পরো,
মন বাগানে আর এসো না
বসতে যদি না পরো।
ছায়ায় এসে ছিলে
ছায়ায় নিবে গেলে,
তুমি ফিরে যাবে
তোমার ছদ্মবেশে।
ছায়ায় এসে ছিলে
ছায়ায় নিবে গেলে,
তুমি ফিরে যাবে
তোমার ছদ্মবেশে।
إرسال تعليق