Ads:

Nijeke Bodlate Hobe (নিজেকে বদলাতে হবে) Lyrics by Omar Abdullah & Abir Hasan Kalarab | Bangla New Gojol 2022

গজলের নাম - নিজেকে বদলাতে হবে
কন্ঠশিল্পী - ওমর আবদুল্লাহ ও আবির হাসান
সুরকার - আহমদ আবদুল্লাহ
গীতিকার - শাহ মিজান

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "নিজেকে বদলাতে হবে" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "নিজেকে বদলাতে হবে" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী ওমর আবদুল্লাহ ও আবির হাসান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমদ আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 01 August 2022 -তে প্রকাশিত হয়।


"নিজেকে বদলাতে হবে" গজলের সম্পূর্ণ লিরিক্স

ফেসবুকে স্ক্রোল করি বেহুদাই টহল করি
অহেতুক কথা কাজে সময় গড়ায়
ফেসবুকে স্ক্রোল করি বেহুদাই টহল করি
অহেতুক কথা কাজে সময় গড়ায়।

তবু দেখি রাত দিন স্বপ্ন বিরামহীন
তবু দেখি রাত দিন  স্বপ্ন বিরামহীন
ইসলামী সমাজটা গর্ব ধরায়
ইসলামী সমাজটা গর্ব ধরায়।

বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে।

বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে। 

মাংসের টুকরা পাতাই
আল্লাহু নাম আছে কি খুঁজি
মাংসের টুকরা পাতাই
আল্লাহু নাম আছে কি খুঁজি।

কোরআনের পাতা তবু
দেখি না খুলে খুবু
নিজেরা ইসলাম কতটুকু বুঝি
নিজেরা ইসলাম কতটুকু বুঝি।

বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে।

বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে।

মিলাদ কেমন হবে জামাতের শেষে সবে
করবো কি এদিকে শুধু মতানৈক্য
মিলাদ কেমন হবে জামাতের শেষে সবে
করবো কি এদিকে শুধু মতানৈক্য।

ফরজেতে অবহেলা বিভেদেতে কাটে বেলা
আফসোস আমাদের মাঝে নেই ঐক্য
আফসোস আমাদের মাঝে নেই ঐক্য।

বদলাতে চাও যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে
বদলাতে চাই যদি সমাজ তবে
সবার আগে নিজেকে বদলাতে হবে।

Post a Comment

أحدث أقدم