Proshongshar Dabidar (প্রশংসার দাবিদার) Lyrics by Shiekh Sadi | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Proshongshar Dabidar
Song's Vocalist - Shiekh Sadi
Song's Composer - Marcell
Song's Lyricist - Sajin Salman
Song's Release Date - 31 July 2022
Song's Published on Shiekh Sadi Youtube Channel
"প্রশংসার দাবিদার" গানের সম্পূর্ণ লিরিক্স
তোমার সাথে লেনাদেনা করলাম সমাপ্তি
তুমি ভিশন স্বার্থপর খুজছো নিজের প্রাপ্তি,
তোমার সাথে লেনাদেনা করলাম সমাপ্তি
তুমি ভিশন স্বার্থপর খুজছো নিজের প্রাপ্তি।
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর,
মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি প্রশংসার দাবিদার
প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার।
কত জনে উড়ায় ঘুরি তোমার ওই আকাশে
মুখোশ পড়া মুখটি তোমার লাগছে যে ফেকাশে,
কত জনে উড়ায় ঘুরি তোমার ওই আকাশে
মুখোশ পড়া মুখটি তোমার লাগছে যে ফেকাশে।
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর
ঠকিয়েছো অনেক তবু রাখিনি কিছু মনে আর,
মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি প্রশংসার দাবিদার
প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার।
পাইনি তোমায় সময় মতো মেসেজ কিংবা কলে
তোমায় বোঝার দোটানাতে ডুবি দ্বিধার জলে,
পাইনি তোমায় সময় মতো মেসেজ কিংবা কলে
তোমায় বোঝার দোটানাতে ডুবি দ্বিধার জলে।
খালি করে নিজের পকেট মিটিয়েছি আবদার
খালি করে নিজের পকেট মিটিয়েছি আবদার,
মিথ্যে প্রেমের অভিনয়ে তুমি প্রশংসার দাবিদার
প্রশংসার দাবিদার প্রশংসার দাবিদার।
إرسال تعليق