Tor Isharay (তোর ইশারায়) Lyrics by Rahul Dutta | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Tor Isharay
Song's Vocalist - Rahul Dutta
Song's Composer - Rahul Dutta
Song's Lyricist - Avi Roy
Song's Release Date - 26 August 2022
Song's Published on Rahul Official Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তোর ইশারায়" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তোর ইশারায়" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রাহুল দত্ত। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রাহুল দত্ত এবং গানটির কথা লিখেছেন অভি রায়। গানটি ইউটিউব চ্যানেল Rahul Official -এ 26 August 2022 -তে প্রকাশিত হয়।
"তোর ইশারায়" গানের সম্পূর্ণ লিরিক্স
মেঘ জমানো জল
দু'জনে সঙ্গে ভিজি চল
ভুলে করে কি তুই
আমার ঠিকানাতে বল।
মেঘ জমানো জল
দু'জনে সঙ্গে ভিজি চল
ভুলে করে কি তুই
আমার ঠিকানাতে বল।
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি?
আধভেজা প্রহর প্রেমের গন্ধে ভাসে তোর
স্বপ্ন কে জানে না কি সত্যি কোনো ভোর।
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি?
তোরই প্রেমের কি উষ্ণতায় ঘিরে
আমার এ শহর
হুম... মেঘের খামে লিখে দিলাম
তাইতো এ মনের খবর।
বুঝেনিতে... অল্প কাছে যায়
এভাবে... দূরে কি থাকা যায়?
চুপিসারে... আমাকে লুকিয়ে বলে দে
বলে দে...
মেঘ জমানো জল
দু'জনে সঙ্গে ভিজি চল
ভুলে করে কি তুই
আমার ঠিকানাতে বল।
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি
তোর ইশারায় হলো মন যে উদাসী
কেন যে তোকে এতো ভালোবাসি?
إرسال تعليق