Elomelo Sithi (এলোমেলো সিঁথি) Lyrics by Bindiya Khan | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Elomelo Sithi
Song's Vocalist - Bindiya Khan
Song's Composer - Shoyeb Shiblee
Song's Lyricist - Sheikh Nazrul
Song's Release Date - 22 September 2022
Song's Published on HM Voice Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "এলোমেলো সিঁথি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "এলোমেলো সিঁথি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী বিন্দিয়া খান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন শোয়েব শিবলি এবং গানটির কথা লিখেছেন শেখ নজরুল। গানটি ইউটিউব চ্যানেল HM Voice -এ 22 September 2022 -তে প্রকাশিত হয়।
"এলোমেলো সিঁথি" গানের সম্পূর্ণ লিরিক্স
তোমার যদি ভালো লাগে
আমায় ভুলে যেতে
ভুলে যেয়ো ভুলে থাকার
আনন্দটা পেতে।
আমি গুছিয়ে নেবো নতুন করে
ভাঙা চোরা স্মৃতি
আয়না ছাড়া সাজিয়ে নেবো
এলোমেলো সিঁথি।
আমি শিখে নেবো যে গান তুমি
দুঃখ পেলে গেতে
তুমি যেমন করে আঙুল ধরে
বসতে আমার পাশে।
পাশাপাশি হাটতে যেমন
শিশির ভেজা ঘাসে
আমি চিনে নেবো যে ঠিকানায়
হবে আমায় যেতে।
إرسال تعليق