Ads:

Monete Oshantir Kata (মনেতে অশান্তির কাঁটা) Lyrics by Anik Reza | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Monete Oshantir Kata
Song's Vocalist - Anik Reza
Song's Composer - Provat Mosaddek
Song's Lyricist - Provat Mosaddek
Song's Release Date - 14 September 2022
Song's Published on R3 Tune Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "মনেতে অশান্তির কাঁটা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "মনেতে অশান্তির কাঁটা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী অনিক রেজা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন প্রভাত মোসাদ্দেক এবং গানটির কথা লিখেছেন প্রভাত মোসাদ্দেক। গানটি ইউটিউব চ্যানেল R3 Tune -এ 14 September 2022 -তে প্রকাশিত হয়।


"মনেতে অশান্তির কাঁটা" গানের সম্পূর্ণ লিরিক্স

রঙ্গিলা পোশাক দেইখা
কেউ ভাইবো না আমি সুখী
আমার মনেতে অশান্তির কাটা
মুখে ফুলের হাসি।

রঙ্গিলা পোশাক দেইখা
কেউ ভাইবো না আমি সুখী।

সমাজে মাংস ননি
খেলেই উপাধি দেয় শান্তি
বললে কেহ কেমন আছি
ভালো আছি মুখস্থ বলি।

আমি আমারে এখন
সুখের মলাটে সাজায় রাখি
রঙ্গিলা পোশাক দেইখা
কেউ ভাইবো না আমি সুখী।

জগতে বাড়ি গাড়ি
হলেই কজনে সুখী হয়
মনে মনে মিলন হলে
গাছ তলাতেও সুখে রয়।

নিজে নিজেরে এখন
বেঁচে মরার রূপে দেখি
রঙ্গিলা পোশাক দেইখা
কেউ ভাইবো না আমি সুখী।

Post a Comment

أحدث أقدم