Prem Kalongker Dage (প্রেম কলঙ্কের দাগে) Lyrics by Ankon | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Prem Kalongker Dage
Song's Vocalist - Ankon
Song's Composer - FA Pritom
Song's Lyricist - Jashim Uddin Akash
Song's Release Date - 15 September 2022
Song's Published on BD29 Multimedia Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "প্রেম কলঙ্কের দাগে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "প্রেম কলঙ্কের দাগে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী অংকন। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন এফএ প্রীতম এবং গানটির কথা লিখেছেন জশিম উদ্দিন আকাশ। গানটি ইউটিউব চ্যানেল BD29 Multimedia -এ 15 September 2022 -তে প্রকাশিত হয়।
"প্রেম কলঙ্কের দাগে" গানের সম্পূর্ণ লিরিক্স
একবার যদি কইতি আমায়
ব্যথা দেওয়ার আগে
একবার যদি কইতি আমায়
ব্যথা দেওয়ার আগে।
কইলজা কাইটা দিতাম তোরে
আমি আগেভাগে
কইলজা কাইটা দিতাম তোরে
আমি আগেভাগে।
বুকের ভেতর যতন করে
বাইন্ধাছিলাম ঘর
আশা ছিলো সেই ঘরে
তুই থাকবি জনমভর।
বুকের ভেতর যতন করে
বাইন্ধাছিলাম ঘর
আশা ছিলো সেই ঘরে
তুই থাকবি জনমভর।
একবারও তুই ভাবলিনা আর
ছেড়ে যাওয়ার আগে
কইলজা কাইটা দিতাম তোরে
আমি আগে ভাগে।
একবারও তুই ভাবলিনা আর
ছেড়ে যাওয়ার আগে
কইলজা কাইটা দিতাম তোরে
আমি আগে ভাগে।
আদর সোহাগ প্রেম পিরিতির
অভাব ছিলো না
কী দোষেতে ছাইড়া গেলি
জানাও হইলো না।
আমার সোনার জীবন নষ্ট হইলো
প্রেম কলঙ্কের দাগে
আমার সোনার জীবন নষ্ট হইলো
প্রেম কলঙ্কের দাগে।
একবার যদি কইতি আমায়
ব্যথা দেওয়ার আগে
একবার যদি কইতি আমায়
ব্যথা দেওয়ার আগে।
কইলজা কাইটা দিতাম তোরে
আমি আগে ভাগে
কইলজা কাইটা দিতাম তোরে
আমি আগে ভাগে।
إرسال تعليق