Tajdare Madina (তাজদারে মাদিনা) Lyrics by Ahnaf Khalid, Jahid Hasan and Fazle Elahi Sakib Kalarab | Bangla Islamic Song 2022
Gojol's Informations
Name of the Gojol - Tajdare Madina
Gojol's Vocalist - Ahnaf Khalid, Jahid Hasan and Fazle Elahi Sakib Kalarab
Gojol's Composer - Muhammad Badruzzaman
Gojol's Lyricist - Saif Siraj
Gojol's Release Date - 01 September 2022
Gojol's Published on Holy Tune Youtube Channel
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "তাজদারে মাদিনা" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "তাজদারে মাদিনা" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আহনাফ খালিদ, জাহিদ হাসান ও ফজলে এলাহি সাকিব কলরব। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান এবং গজলটির কথা লিখেছেন সাইফ সিরাজ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 01 September 2022 -তে প্রকাশিত হয়।
"তাজদারে মাদিনা" গজলের সম্পূর্ণ লিরিক্স
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
মিনাল এবতেদায়ী ওয়াল ইন থে হাইয়ি
মিনাল এবতেদায়ী ওয়াল ইন থে হাইয়ি
মুহাম্মদ আরবি স্বল্লূ আলাইহি ওয়া আলিহী
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী।
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ।
তুমি সাইয়েদুল কাওনাইন
কুররাতুল আইনাইন রহমাতুল্লিল আলামীন
খাতামুন্নাবীঈন রহমাতুল্লিল আলামীন খতামুন্নানাবীঈন।
তোমার পথের পথিক হয়ে
দ্বীনের পথে সামান লইয়ে
তোমার পথের পথিক হয়ে
দ্বীনের পথে সামান লইয়ে।
তোমার পথে নবী আমি হয়েছি রাহি
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী।
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ।
তুমি হামিল উল কুরআন শুকরান নাবী শুকরান
অনুপম মিরাজ তোমার ফেলে দেন শ্রেষ্ঠ কুরআন
অনুপম মিরাজ তোমার ফেলে দেন শ্রেষ্ঠ কুরআন।
হাশর মাঠে বিপদ আমার
রাখবে আমান তোমার মায়াই
হাশর মাঠে বিপদ আমার
রাখবে আমান তোমার মায়াই।
তাই তব নাম নিয়ে আমি কাসিদা গাহি
স্বল্লূ আলাইহি ওয়া আলিহী।
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার
তুমি আঁকায় নামদার তাজেদারে মদিনা
আহমাদে মুজতবা মুহাম্মদ মোস্তফা খাইরুল বাশার।
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া নাবী আল্লাহ।
إرسال تعليق