Bhul Kore Jodi (ভুল করে যদি) Lyrics by Liza | New Bengali Song
Song's Informations
Name of the Song - Bhul Kore Jodi
Song's Vocalist - Liza
Song's Composer - SI Tutul
Song's Lyricist - Sagar Chawdhary
Song's Release Date - 2016
Song's Published on G-Series Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ভুল করে যদি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ভুল করে যদি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী লিজা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন এসআই টুটুল এবং গানটির কথা লিখেছেন সাগর চৌধুরী। গানটি ইউটিউব চ্যানেল G-Series -এ 2016 -তে প্রকাশিত হয়।
"ভুল করে যদি" গানের সম্পূর্ণ লিরিক্স
ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু'টি চোখ জ্বলে ভিজে তোমার
মনে রেখ আমিও এখনো তোমারই প্রতিক্ষায়
ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু'টি চোখ জ্বলে ভিজে তোমার।
রাত জেগে জেগে যদি
দু'চোখে পড়ে বিষাদের ছায়া
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া।
ও রাত জেগে জেগে যদি
দু'চোখে পড়ে বিষাদের ছায়া
অভিমানের পালা শেষ না হলেও
বুকে জমে থাকে মায়া।
মনে রেখ আমিও এখনো তোমার-ই প্রতিক্ষায়
ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু'টি চোখ জ্বলে ভিজে তোমার।
সারাটা দিন ধরে যদি
নিজেকে বড় একাকী-লাগে
অভিযোগের কথা শেষ না হলেও
শেষ হবে অনুরাগে।
ও সারাটা দিন ধরে যদি
নিজেকে বড় একাকী-লাগে
অভিযোগের কথা শেষ না হলেও
শেষ হবে অনুরাগে।
মনে রেখ আমিও এখনো তোমার-ই প্রতিক্ষায়
ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু'টি চোখ জ্বলে ভিজে তোমার।
মনে রেখ আমিও এখনো তোমারই প্রতিক্ষায়
ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়
নিরবে যদি ঐ দু'টি চোখ জ্বলে ভিজে তোমার।
إرسال تعليق