Ads:

Eto Alo (এত আলো) Lyrics by Belal Khan | New Bengali Song 2022

Song's Informations
Name of the Song - Eto Alo
Song's Vocalist - Belal Khan
Song's Composer - Belal Khan
Song's Lyricist - A Mizan
Song's Release Date - 02 October 2022
Song's Published on Tiger Media Youtube Channel

This song is a song of Bengali Movie
Name of the Movie - Jao Pakhi Bolo Tare
Starring - Ador Azad and Mahiya Mahi
Director - Mustafizur Rahman Manik
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "এত আলো" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "এত আলো" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী বেলাল খান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন বেলাল খান এবং গানটির কথা লিখেছেন এ মিজান। গানটি ইউটিউব চ্যানেল Tiger Media -এ 02 October 2022 -তে প্রকাশিত হয়।


"এত আলো" গানের সম্পূর্ণ লিরিক্স

এত আলো কখনো দেখেনি আমার দু'চোখ
এত ভালো থেকে মন হয়নি আগে পলাতন
আজ আমার কী হলো যেন সব এলোমেলো
আজ আমার কী হলো যেন সব এলোমেলো
এই আমি আছি তবুও হয়ে গেছি নাই।

চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই।

মেঘগুলো নীল হলো শুধু তোমাকে দেখে
আজই মন আকাশ হবে তোমার রং মেখে
মেঘগুলো নীল হলো শুধু তোমাকে দেখে
আজই মন আকাশ হবে তোমার রং মেখে
সিমাহীন ভালবাসায় হারিয়ে যাই
সিমাহীন ভালবাসায় হারিয়ে যাই।

চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই।

ব্যথাগুলো সুখ হলো লাজুক অনুভবে
চিরদিন বুকের ভিতর তুমি নিশ্বাস কী হবে
ব্যথাগুলো সুখ হলো লাজুক অনুভবে
চিরদিন বুকের ভিতর তুমি নিশ্বাস কী হবে
হৃদয়ের গভীরতায় তোমাকেই পাই
হৃদয়ের গভীরতায় তোমাকেই পাই।

এত আলো কখনো দেখেনি আমার দু'চোখ
এত ভালো থেকে মন হয়নি আগে পলাতন
আজ আমার কী হলো যেন সব এলোমেলো
আজ আমার কী হলো যেন সব এলোমেলো
এই আমি আছি তবুও হয়ে গেছি নাই।

চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই।

চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই
চাই আমি চাই শুধু তোমার আলোটাই।

Post a Comment

أحدث أقدم