Keno Bhule Jai (কেন ভুলে যাই) Lyrics by Ishan | New Bengali Song
Song's Informations
Name of the Song - Keno Bhule Jai
Song's Vocalist - Ishan
Song's Composer - Amit & Ishan
Song's Lyricist - Asif Iqbal
Song's Release Date - 2018
Song's Published on Gaanchill Music Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "কেন ভুলে যাই" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "কেন ভুলে যাই" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইশান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অমিত ও ঈশান এবং গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটি ইউটিউব চ্যানেল Gaanchill Music -এ 2018-তে প্রকাশিত হয়।
"কেন ভুলে যাই" গানের সম্পূর্ণ লিরিক্স
কি পাবো ভেবেতো ভালোবাসিনি
হেরে যাওয়ার আগেই আমি
হারিনি কি পাবো ভেবেতো ভালোবাসিনি
হেরে যাওয়ার আগেই আমি হারিনি।
সময় থমকে আছে পাথরের মতো
মন কে বোঝানো গেলেই ভালো হতো
তোমার বদলে গেছে সব বুঝি?
আমিও যে বদলে গেছি
শুধু দু'চোখে ময় মুছে নাই
আমি ভুলে যাই কেন ভুলে যাই
আমি ভুলে যাই কেন ভুলে যাই।
নিয়তির খেয়ালে আজ আমি নেই
তোমার সাজানো ওই ভুবনে
সাধ হয় কাছে আসি আবার
হোক না সে গোপনে।
সময় থমকে আছে পাথরের মতো
মন কে বোঝানো গেলেই ভালো হতো
তোমার বদলে গেছে সব বুঝি?
আমিও যে বদলে গেছি
শুধু দু'চোখে ময় মুছে নাই
আমি ভুলে যাই কেন ভুলে যাই
আমি ভুলে যাই কেন ভুলে যাই।
মন চায় চুপিসাড়ে রেখে দেই
এই আমি তোমায় আমার অবুজ হৃদয়ে
কেউ বুঝুক না বুঝুক তুমি তো বোঝো
কি যে ব্যেথা বাজে পরাজয়।
সময় থমকে আছে পাথরের মতো
মন কে বোঝানো গেলেই ভালো হতো
তোমার বদলে গেছে সব বুঝি?
আমিও যে বদলে গেছি
শুধু দু'চোখে ময় মুছে নাই
কেন ভুলে যাই।
إرسال تعليق