Ads:

Khub Boroshay (খুব বরষায়) Lyrics by Minar Rahman | New Bengali Song 2022

Song's Informations
Name of the Song - Khub Boroshay
Song's Vocalist - Minar Rahman
Song's Composer - Amit Chatterjee And Ishan Mitra
Song's Lyricist - Asif Iqbal
Song's Release Date - 13 October 2022
Song's Published on Gaanchill Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "খুব বরষায়" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "খুব বরষায়" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী মিনার রহমান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অমিত চ্যাটার্জি ও ঈশান মিত্র এবং গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটি ইউটিউব চ্যানেল Gaanchill Music -এ 13 October 2022 -তে প্রকাশিত হয়।


"খুব বরষায়" গানের সম্পূর্ণ লিরিক্স

খুব বরষায় বৃষ্টি ফোটায়
মন রেখে যায় জড়িয়ে তোমায়
বেলা অবেলায়।

দৃষ্টিতে ভাসে নদী
হৃদয়ের খেয়া পারাপার
জীবনের এপার ওপার
তোমার আমার।

এ মায়া যাক না থেকে
চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে
শুভ্র সকাল...

আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়।

আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়।

আকাশ মেঘে জড়াজড়ি
দেখে দেখে মন হারায় জানি না কোথায়
সেখানে তুমি আমি
পাশাপাশি পথে নামি অথৈ পূর্ণতায়।

এ মায়া যাক না থেকে
চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে
শুভ্র সকাল...

আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়।

আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়।

ভাসে না কথার খেয়াল
নিরবতায় বুঝে নেয়া নিঝুম অনুভবে
সবটুকু চাওয়া পাওয়া
ভুলে গিয়ে ভেসে যাওয়া বৃষ্টির কলোরবে।

এ মায়া যাক না থেকে
চিরদিন চিরকাল
তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে
শুভ্র সকাল...

আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়।

আজ ভিজিয়ে দিয়ে যাও
আজ অবুঝ হয়ে যাও
আজ সবুজে জড়াও তোমায় আমায়।

Post a Comment

أحدث أقدم