Tare Dekhi Ami Roddure (তারে দেখি আমি রোদ্দুরে) Lyrics by Liza | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Tare Dekhi Ami Roddure
Song's Vocalist - Liza
Song's Composer - Emon Shaha
Song's Lyricist - Badrul Anam Saud
Song's Release Date - 2017
Song's Published on G-Series Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তারে দেখি আমি রোদ্দুরে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তারে দেখি আমি রোদ্দুরে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী লিজা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমন সাহা এবং গানটির কথা লিখেছেন বদরুল আনাম সৌদ। গানটি ইউটিউব চ্যানেল G-Series -এ 2017 -তে প্রকাশিত হয়।
"তারে দেখি আমি রোদ্দুরে" গানের সম্পূর্ণ লিরিক্স
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে।
চেনা জানা জানা অচেনা চেনা জানা জানা অচেনা
ভালো লাগা তার চোখে তারে দেখি আমি রোদ্দুরে
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে।
ঝিরিঝিরি রোদ্দুরে খালি পায়ে শিশিরে
হাতে হাত ছুটি আমি কোন এক দূর দূর বাসে
ঝিরিঝিরি রোদ্দুরে খালি পায়ে শিশিরে
হাতে হাত ছুটি আমি কোন এক দূর দূর বাসে।
আমি স্বপ্ন বুনে যাই সে আমায় বলে আয়
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে।
লুকোচুরি খেলে সেই ঠিক পারের ওপারে
কখনো পিছু ছাড়ে কখনো বা চোখে চোখে হাসে
লুকোচুরি খেলে সেই ঠিক পারের ওপারে
কখনো পিছু ছাড়ে কখনো বা চোখে চোখে হাসে।
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে।
চেনা জানা জানা অচেনা চেনা জানা জানা অচেনা
ভালো লাগা তার চোখে তারে দেখি আমি রোদ্দুরে
তারে দেখি আমি রোদ্দুরে দেখি আলো ছায়াতে।
إرسال تعليق