Bashori (বাঁশরী) Lyrics by Fazlur Rahman Babu And Sabrina Bashir | New Bengali Song
Song's Informations
Name of the Song - Bashori
Song's Vocalist - Fazlur Rahman Babu And Sabrina Bashir
Song's Composer - Ovi Akash
Song's Lyricist - Delowar Arjuda Sharaf
Song's Release Date - 2021
Song's Published on Sabrina Bashi Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "বাঁশরী" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "বাঁশরী" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ফজলুর রহমান বাবু ও সাবরিনা বশির। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অভি আকাশ এবং গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। গানটি ইউটিউব চ্যানেল Sabrina Bashir -এ 2021 -তে প্রকাশিত হয়।
"বাঁশরী" গানের সম্পূর্ণ লিরিক্স
বাঁশরী বাজাইও না শ্যাম
বাজাইওনা বাঁশি
তোমার বাঁশির সুর যে আমার
গলায় পরায় ফাঁসি।
শোনো রাধে বাঁশি কাঁদে
রাধা রাধা বলে
তোমার মুখটা ভাসে আমার
মন যমুনার জলে।
কি কথা কও কালো মুখে
দেইখা কালো চোখে
তোমার লাগি কলঙ্কিনী
বলবে গাঁয়ের লোকে
তোমার লাগি কলঙ্কিনী
বলবে গাঁয়ের লোকে।
কলংকের ভয় করলে কিগো
ভালোবাসা হয়
আমি কালা কোরিনাগো
লোকনিন্দার ভয়।
ভরা কলসির জল ফালাইয়া
জলের ঘটে আসি
জল ভরিবার ছল করিয়া
শুনি তোমার বাঁশি।
দিবানিশি তোমার লাইগা
উদাস থাকে মন যে
মনটা ভালো থাকে তুমি
আসলে মনের কুঞ্জে
মনটা ভালো থাকে তুমি
আসলে মনের কুঞ্জে।
তোমার বাঁশি কাঁটা হইয়া
বিঁধে কলিজাতে
ব্যথার চোটে ছটফট করি
একলা নিশি রাতে।
নিদ্রাহারা করলো আমায়
তোমার মধু রূপে
একটা নজর দেখতে তোমায়
আসি চুপে চুপে।
তোমার বাঁশি সিঁদকাটা
যেন মনচোরা
হাতের কাছে পাইলে বাঁশি
চুলায় দেবো পোড়া
হাতের কাছে পাইলে বাঁশি
চুলায় দেবো পোড়া।
বাঁশরী বাজাইও না শ্যাম
বাজাইওনা বাঁশি
তোমার বাঁশির সুর যে আমার
গলায় পরায় ফাঁসি।
শোনো রাধে বাঁশি কাঁদে
রাধা রাধা বলে
তোমার মুখটা ভাসে আমার
মন যমুনার জলে
তোমার মুখটা ভাসে আমার
মন যমুনার জলে...
إرسال تعليق