Jadur Ayna (জাদুর আয়না) Lyrics by Saif Zohan And Atiya Anisha | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Jadur Ayna
Song's Vocalist - Saif Zohan And Atiya Anisha
Song's Composer - Jahid Nirob
Song's Lyricist - Atanu Tias
Song's Release Date - 12 February 2023
Song's Published on Chorki Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "জাদুর আয়না" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "জাদুর আয়না" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সাইফ জোহান ও আতিয়া আনিশা। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন জাহিদ নিরব এবং গানটির কথা লিখেছেন অতনু তিয়াস। গানটি ইউটিউব চ্যানেল Chorki -তে 12 February 2023 -তে প্রকাশিত হয়।
"জাদুর আয়না" গানের সম্পূর্ণ লিরিক্স
কী দেখাইলা বন্ধু তুমি
সুন্দর একখান আয়না
জাদুর আয়নায় মুখ দেখিতে।
পাগল মনের বায়না
পাগল মনের বায়না
পাগল মনের বায়না।
কী দেখাইলা বন্ধু তুমি
সুন্দর একখান আয়না
জাদুর আয়নায় মুখ দেখিতে।
পাগল মনের বায়না
পাগল মনের বায়না
পাগল মনের বায়না।
করলা কী যে তুক
তুক তুক তুক
তুক তুক তুক
বুক করে ধুকপুক
হুম হুম হুম হুম...
বাঁকা চোখের চাউনি তো নয়
তীর ছোড়া ধনুক
বাঁকা চোখের চাউনি তো নয়
তীর ছোড়া ধনুক।
যা হবার হোক যে যাই ভাবুক
কিছুই আসে যায় না
যা হবার হোক যে যাই ভাবুক
কিছুই আসে যায় না।
কী দেখাইলা বন্ধু তুমি
সুন্দর একখান আয়না
জাদুর আয়নায় মুখ দেখিতে।
পাগল মনের বায়না
পাগল মনের বায়না
পাগল মনের বায়না।
পড়েছি কোন ফাঁদে
হাত বাড়িয়ে চাঁদে
প্রেমে পড়া মানুষ যারা
পাগল হয় কি সাধে?
দেহের ভাঁজে মন মজেছে
পথ খুঁজে তো পায় না
দেহের ভাঁজে মন মজেছে
পথ খুঁজে তো পায় না
জাদুর আয়নায় মুখ দেখিতে।
পাগল মনের বায়না
পাগল মনের বায়না
পাগল মনের বায়না।
إرسال تعليق