Shanti Chukti (শান্তি চুক্তি) Lyrics by Abanti Sithi And Rehaan Rasul | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Shanti Chukti
Song's Vocalist - Abanti Sithi And Rehaan Rasul
Song's Composer - Sajid Sarkar
Song's Lyricist - Shomeshwar Oli
Song's Release Date - 16 February 2023
Song's Published on Chorki Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "শান্তি চুক্তি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "শান্তি চুক্তি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আবন্তি সিথি ও রেহান রসুল। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন সাজিদ সরকার এবং গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। গানটি ইউটিউব চ্যানেল Chorki -তে 16 February 2023-তে প্রকাশিত হয়।
"শান্তি চুক্তি" গানের সম্পূর্ণ লিরিক্স
তুই হেসে উড়িয়ে দে আমার যুক্তি
তোর সাথেই হবে শান্তি চুক্তি
কারণে অকারণে রেষারেষি
আর জিলাপির প্যাঁচ পাবে মুক্তি।
আমার কথা-কবিতায় নাক গলাতে
থাক সহ্য ক্ষমতার য-ফলাতে
বোঝা যায় না তোর স্বভাব
কী যে করি আমি
শুধুই পারিস তুই গাল ফোলাতে।
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে।
দুনিয়ার সবকিছু লাগে যদি ম্লান
তোর জন্য বানাতে পারি একটা গান
যে সুরে ভেসে যাবে তোর সবই ভুল
মনে হবে শুধু লাইফ ইজ বিউটিফুল।
এই আমি আসবো ফিরে শতবার
ডাকিস যদি একবার ডাকনাম ধরে।
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে।
তুই হেসে উড়িয়ে দে আমার যুক্তি
তোর সাথেই হবে শান্তি চুক্তি
কারণে অকারণে রেষারেষি
আর জিলাপির প্যাঁচ পাবে মুক্তি।
আমার কথা-কবিতায় নাক গলাতে
থাক সহ্য ক্ষমতার য-ফলাতে
বোঝা যায় না তোর স্বভাব
কোনো ভাবে তবু
শুধুই পারিস তুই গাল ফোলাতে।
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে
আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে
তুই আমার জীবনে থাক আরাম করে।
إرسال تعليق